সময়ের খবর

খুলনা | বুধবার | ২৮ জানুয়ারী ২০২৬ | ১৫ মাঘ ১৪৩২

বটিয়াঘাটায় গণসংযোগকালে মন্টু

ক্ষুধা-দারিদ্র্যমুক্ত নিরাপদ বাংলাদেশ গড়তে ‘ধানের শীষ’ প্রতীকে ভোট দিন

খবর বিজ্ঞপ্তি |
০১:৫২ এ.এম | ২৮ জানুয়ারী ২০২৬


খুলনা জেলা বিএনপি’র আহবায়ক মোঃ মনিরুজ্জামান মন্টু বলেছেন, গণতন্ত্রকে বাঁচাতে হলে ‘ধানের শীষ’ প্রতীকে ভোট দিন। মহান স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমান ও অবিসাংবাদিত নেত্রী বেগম খালেদা জিয়ার যোগ্য উত্তরসুরী তারেক রহমানের নেতৃত্বে দুর্নীতি-অপশাসন ও বৈষম্যবিহীন সমাজ গঠনে এবং ক্ষুধা-দারিদ্র্যমুক্ত নিরাপদ বাংলাদেশ বিনির্মাণে দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে ধানের শীষ প্রতীকে ভোট দিন।
গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় খুলনা-১ আসনের বটিয়াঘাটা জিরোপয়েন্ট এলাকা, সাচিবুনিয়া মোড়সহ আশপাশের এলাকায় গণসংযোগকালে সংক্ষিপ্ত পথসভায় তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, অপপ্রচারের বিরুদ্ধে সবাই সতর্ক থাকবেন। গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সত্য ও ন্যায়ের পক্ষে আমাদের অবস্থান নেওয়া জরুরি।
সাধারণ ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের সমস্যা মানেই আমার সমস্যা। আপনারা যে আস্থা ও বিশ্বাস নিয়ে ‘ধানের শীষ’ প্রতীকে ভোট দিবেন, আমি বিশ্বাস করি আপনাদেরকে সঙ্গে নিয়ে সেই সমস্যার সমাধান করব ইনশাআল্লাহ।
ভোটের মাধ্যমে ধানের শীষের বিজয় ও গণতন্ত্রের বিজয় নিশ্চিত করে আমরা আমাদের প্রিয় প্রায়ত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন এবং গণতন্ত্রের আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়াকে খুলনার ছয়টি সংসদীয় আসনে ধানেরশীষ প্রতীকে ভোটের মাধ্যমে বিজয়ী করে সম্মান জানাতে চাই।
এ সময় উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক শেখ মোঃ তৈয়েবুর রহমান, জেলা বিএনপি’র সদস্য জিএম রফিকুল হাসান, মনিরুজ্জামান লেলিন, খন্দকার ফারুক হোসেন, আশরাফুল ইসলাম নূর, রুহুল মমিন লিটন, আসাবুর রহমান, জি এম হারুন অর রশিদসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

্্ট

আরও সংবদ