খুলনা | বুধবার | ২৮ জানুয়ারী ২০২৬ | ১৫ মাঘ ১৪৩২
কয়রার মহারাজপুরে উঠান বৈঠকে বাপ্পী
খুলনা-৬ আসনে ধানের শীষের প্রার্থী এস এম মনিরুল হাসান বাপ্পী বলেছেন বিএনপি গণমানুষের দল হিসেবে রাজনীতি ও তার দৃষ্টিভঙ্গি জনবান্ধব তা জাতির সামনে পরিস্কার করেছে। আমার দলের নেতা তারেক রহমান ইতিমধ্যেই রাষ্ট্র গঠনের দীর্ঘমেয়াদি পরিকল্পনার রূপরেখা উপস্থাপন করেছেন। স্বাধীন রাষ্ট্র মানে মানুষের অধিকার প্রতিষ্ঠা। আমাদের সংগ্রাম ছিলো শুধুমাত্র বিএনপি’র জন্য নয়, পুরো জাতির ভবিষ্যতের জন্য। আমরা চাই শান্তিপূর্ণ, গণতান্ত্রিক, মুক্ত সমাজ। আর তা প্রতিষ্ঠা করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আসন্ন সংসদ নির্বাচনে সকলেই ভোট কেন্দ্রে যাবেন, অন্যান্যের উৎসাহিত করুন। কারণ ভোট কেন্দ্রে জনসাধারণের উপস্থিত ও আপনাদের সরাসরি মতামতের ভিত্তিতে যোগ্য নেতা নির্বাচনের মাধ্যমে উন্নয়ন বুঝে নিন। দেশের রাজনৈতিক সংকট উত্তরণের বিষয়ে আমি ও আমার দলের অবস্থান স্পষ্ট। আমি বিশ্বাস করি জনগণের ঐক্যই পরিবর্তনের প্রধান শর্ত। বাংলাদেশের মানুষ গণতন্ত্র চায়, ন্যায় বিচার চায়। তাই আগামী ১২ ফেব্র“য়ারি ধানের শীষে আপনার ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আমাকে আপনাদের প্রতিনিধি নির্বাচিত করার আহবান জানাচ্ছি। ভাঙন কবলিত এই অঞ্চলের জনসাধারণের পাশে থেকেছি, জনগণের প্রতিটি দাবির পক্ষে পাশে দাঁড়ানো আমার নৈতিক দায়িত্ব মনে করেছি। তাই দলের নীতিনির্ধারণী আলোচনায় আমাকে এই অঞ্চলের মানুষের ভাগ্যের উন্নয়নের প্রতিনিধি হিসেবে আপনাদের কাছে পাঠিয়েছেন।
মঙ্গলবার কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়নের দশালীয়া, সুতীর অফিস, সেদুর ব্রিজ অঞ্চলে একাধিক উঠান বৈঠকসহ দিনব্যাপী ধানের শীষ প্রতিকের গণসংযোগকালে তিনি একথা বলেন।
তিনি আরো বলেন, অনেক সময় ঝুঁকি থাকা সত্তে¡ও আমি সকলের পাশে দাঁড়াতে ভুল করি নাই। বিগত সময়ে কেউ গ্রেফতার হলে, মামলা হলে, পরিবারের সমস্যা থাকলে আমি দায়িত্ব নিয়ে পাশে থেকেছি, আর্থিক সহায়তা সহ খোঁজখবর নিয়েছি। অগণিত নেতাকর্মীকে তৎকালীন সময় জালিম সরকারের জেলখানা থেকে জামিনে বের করেছি। আজ আপনাদের কাছে ধানের শীষ প্রতীক নিয়ে এসেছি, আপনাদের কাছে ভোট প্রার্থনা করছি। আমি সুবিধাবঞ্চিত এই অঞ্চলের মানুষের জীবনযাত্রারমান উন্নয়ন করতে এসেছি। সেই সুযোগ টুকু আপনাদের কাছ থেকে পাবো তা ইতিমধ্যে বিভিন্ন সভা সমাবেশে আপনাদের সরব উপস্থিতি প্রমাণ করেছে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহবায়ক আশরাফুল আলম নান্নু, কয়রা উপজেলা বিএনপি সাবেক সদস্য সচিব ও কয়রা উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মোঃ নূরুল আমিন বাবুল, জেলা বিএনপি’র সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব এম এ হাসান, জেলা বিএনপি’র সদস্য মনিরুজ্জামান বেল্টু, আবু সাঈদ বিশ্বাস, উপজেলা কৃষকদলের আহবায়ক এস এম গোলাম রসুল।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা নজরুল ইসলাম খোকা, মোহতাসিম বিল্লাহ, জামাল ফারুক জাফরিন, নূরুল ইসলাম খোকন, রবিউল ইসলাম, আসাদুর রহমান লিটন, আবুল কালাম কাজল, আম্মার হোসেন রাজু, আনারুল ইসলাম ডাবলু, মহরম হোসেন, সিরাজুল ইসলাম, প্রভাষক মন্জুর মোর্শেদ, উপজেলা ছাত্রদলের আহবায়ক আরিফ বিল্লাহ সবুজ, কপোতাক্ষ কলেজের আহবায়ক মামুন হোসেন, আজিজুল ইসলাম, মেহেদী হাসান সবুজ, শফিকুল, জিতু, আমিরুল প্রমুখ। এদিকে রাতে উত্তর বেদকাশি মতবিনিময় করেন।