সময়ের খবর

খুলনা | বুধবার | ২৮ জানুয়ারী ২০২৬ | ১৫ মাঘ ১৪৩২

দাকোপে ধানের শীষের লিফলেট বিতরণকালে মনা

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে বিএনপি’র দেশ গড়ার নির্বাচন

দাকোপ প্রতিনিধি |
০১:৫৭ এ.এম | ২৮ জানুয়ারী ২০২৬


খুলনা মহানগর বিএনপি’র সভাপতি এড. শফিকুল আলম মনা বলছেন আগামীর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে বিএনপি’র দেশ গড়ার নির্বাচন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে এদেশের জনগণের কল্যানে ফ্যামেলী কার্ড, কৃষক কার্ড, স্বাস্থ্য, শিক্ষা, ক্রীড়া, পরিবেশ, কর্মসংস্থান এবং মসজিদ-মাদ্রাসাভিত্তিকসহ অন্যান্য ধর্মের ধর্মীয় নেতাদের জনকল্যান মুখী কর্মকান্ডে সম্পৃক্ত করা হবে। বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে সারাদেশের ন্যায় খুলনা-১ আসনেও বিএনপি’র মনোনীত প্রার্থী আলহাজ¦ আমীর এজাজ খানের ধানের শীষ প্রতীকে ভোট বিপ্লব ঘটাতে হবে। এ অবহেলিত দুইটি উপজেলার ঝঁপঝপিয়া, চুনকুড়ি ও বটবুনিয়া-টু-নলিয়ানের ঢাকী নদীর ওপর সেতু নির্মাণসহ গল্লামারী-বটিয়াঘাটা হয়ে দাকোপের নলিয়ান-কালাবগী পর্যন্ত মহাসড়ক নির্মাণের জন্য আপনাদের মূল্যবান ভোট ধানের শীষ প্রতীকে প্রদান করুন। 
তিনি বলেন, বিএনপি,র চেয়ারম্যান তারেক রহমান আঠারো কোটি মানুষের হৃদয়ের স্পন্দন। ধানের শীষ প্রতীককে বিজয়ী করার দায়িত্ব আপনাদের হাতে, আর উন্নয়নের দায়িত্ব ইনশাআল্লাহ দলের চেয়ারম্যান তারেক রহমানের হাতে। তিনি গতকাল মঙ্গলবার বিকেল ৪টায় দাকোপ উপজেলা সদর চালনা পৌরসভার ডাকবাংলোসহ বিভিন্ন স্থানে সাধারণ ভোটারদের মাঝে ধানের শীষ প্রতীকের লিফলেট বিতরণ, কুশলবিনিময় এবং দলীয় কার্যালয়ে সংক্ষিপ্ত কর্মসভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। 
এ সময় তার সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের সভাপতি সজীব তালুকদার, কেন্দ্রীয় যুবদলের নেতা পার্থ দেব মন্ডল, দাকোপ উপজেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব আব্দুল মান্নান খান, শেখ শাকিল আহম্মেদ দিলু, চালনা পৌরসভা বিএনপি’র সাবেক আহবায়ক মোজাফ্ফর হোসেন শেখ, সদস্য সচিব আল-আমীন সানা, মশিউর রহমান লিটন, উপজেলা ও চালনা পৌরসভা বিএনপি’র সাবেক যুগ্ম আহবায়ক শেখ শহিদুল ইসলাম, এস এম মোস্তাফিজুর রহমান রমাস্তাক, মহিদুল ইসলাম হাওলাদার, কামরুজ্জামান টুকু, এস এম গোলাম কাদের, চালনা পৌরসভার সাবেক কাউন্সিলর আইয়ুব আলী কাজী, শেখ রফিকুল ইসলাম, উপজেলা শ্রমিক দলের সভাপতি আব্দুর রাজ্জাক মোল্লা, আজিম হাওলাদার, উপজেলা যুবদল নেতা আব্দুর রাজ্জাক শেখ, চালনা পৌরসভা যুবদল নেতা হাসমত খলিফা, উপজেলা ছাত্রদলের সভাপতি জি এম রুমন, হালিম সানা প্রমুখ।

্্ট

আরও সংবদ