সময়ের খবর

খুলনা | বুধবার | ২৮ জানুয়ারী ২০২৬ | ১৫ মাঘ ১৪৩২

একজন সৎ শাসকের মাধ্যমে দেশের উন্নয়ন সম্ভব : গোলাম পরওয়ার

ডুমুরিয়া প্রতিনিধি |
০৫:০৮ পি.এম | ২৮ জানুয়ারী ২০২৬


আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনের দাঁড়ি পাল্লা প্রতিকের প্রার্থী বাংলাদেশ জামায়েত ইসলামির সেক্রেটরি জেলারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, একটি দুর্নীতি মুক্ত দেশ গড়তে দাঁড়ি পাল্লা প্রতিকে ভোট বিপ্লবের মাধ্যমে একজন সৎ শাসককে ক্ষমতার মসনদে বসাতে হবে। রাস্ট্রীয় ক্ষমতায় গিয়ে কোন দলীয় করণ থাকবে না। যেখানে থাকবে না কোন হিংসা বিদ্ধেষ, মারামারি-হানাহানি। থাকবে না কোন দুর্নীতি, কোন বৈষম্য। দেশ হবে সাম্য - ন্যায় ও ইনসাফের দেশ। বিগত সরকার আমলে দেশের অর্থ পাচার এবং লুটপাট হয়েছে সীমাহীন। এখন সময় এসেছে দুর্নীতিবাজদের রুখে দেওয়ার।

আজ বুধবার (২৮ জানুয়ারি) সকালে ডুমুরিয়া উপজেলার আটলিয়া ইউনিয়নের কুলবাড়িয়া ওয়ার্ডে উঠান বৈঠক ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ২৪ এর ছাত্র জনতার গণঅভ্যুনের মাধ্যমে ফ্যাসিস্ট্য মুক্ত করে স্বাধীনতার দীর্ঘ ৫৪ বছরের দুঃশাসনের অবসান ঘটে। দেশে নতুন অধ্যায়ের সূচনা হয়। তাই এই ধারাকে অব্যাহত রাখতে আগামী ১২ ফেব্রয়ারি  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতিকে ভোট দিয়ে জামায়েত ইসলামীকে ক্ষমতার মসনদে বসাতে হবে। জামায়েতে ইসলাম সরকার গঠন করলে প্রত্যন্ত অবহেলিত এ জনপদের গ্রাম্য অবকাঠামো রাস্তাঘাট স্কুল-কলেজ শিক্ষা প্রতিষ্ঠান ধর্মীয় প্রতিষ্ঠানে প্রয়োজনীয় উন্নয়ন তরান্বিত করা হবে।

কুলবাড়িয়া ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি শেখ কামরুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা জামায়েত এসিস্ট্যান্ট সেক্রেটরি মঈনুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির মাওলানা মোক্তার হোসেন, মাওলানা মতিউর রহমান হাফেজ মইনুদ্দিন, শেখ রুহুল আমিন, রাজিকুল ইসলাম শেখ জাহাঙ্গীর হোসেন, বাবলুর রহমান ফকির বাতি, আব্দুস সোবহান, রবিউল ইসলাম রবি প্রমুখ। এছাড়া দিনব্যাপি তিনি মঠবাড়িয়া,চুকনগর আবাসন প্রকল্প এলাকা, গোবিন্দকাটি, কাঁঠালতলাসহ বিভিন্ন এলাকায় উঠান বৈঠক ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন। 

্্ট

আরও সংবদ