খুলনা | বৃহস্পতিবার | ২১ নভেম্বর ২০২৪ | ৭ অগ্রাহায়ণ ১৪৩১

৪৪ বছরের রাজনীতির পুরস্কার ‘অব্যাহতি’, মঞ্জুর প্রতিক্রিয়া

খবর প্রতিবেদন |
০৬:৩৫ পি.এম | ২৫ ডিসেম্বর ২০২১

শৃঙ্খলা ভঙ্গের দায়ে খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জুকে তাঁর পদ থেকে অব্যাহতি দিয়েছে বিএনপি। আজ শনিবার (২৫ ডিসেম্বর) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করে বিএনপি নেতা বলেন, “প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে বিএনপিতে এসেছি। খালেদা জিয়ার সাথে থেকে রাজনীতি করেছি। দলের দুর্বৃত্তায়ন ও দুর্নীতি নিয়ে কথা বলেছি। বিএনপি আজ ৪৪ বছরের রাজনীতির ‘পুরস্কার’ আমাকে দিয়েছে।”

নজরুল ইসলাম মঞ্জু বলেন, ‘কারো সঙ্গে আলাপ না করে হঠাৎ করে খুলনায় দুটি কমিটি দেওয়া হয়েছে। মহানগর ও জেলায় যাদের নেতৃত্বে আনা হয়েছে খুলনায় তাদের অবদান কী? তারা কি আমাদের থেকে অনেক বেশি যোগ্য? এই কথাগুলোই আমি বলেছিলাম। তিন মাস আগে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ২৯ পৃষ্ঠার দরখাস্ত দিয়েছি। সেই আবেদন গ্রাহ্য হয়নি। উল্টো অ্যাকশন নেয়া হয়েছে।’

খুলনা বিএনপির এই নেতা বলেন, ‘খুলনায় বিএনপিকে ধ্বংসের দারপ্রান্তে নিয়ে যাওয়া হয়েছে। দলের এই সিদ্ধান্ত আমার প্রতি আবিচার। বিএনপির রাজনীতি করেই আমি তৈরি হয়েছি। বিএনপির কারণেই আজ আমি নজরুল ইসলাম মঞ্জু। জীবনের শেষ দিন পর্যন্ত বিএনপি করে যাবো।’

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আজ শনিবার জানিয়েছেন, দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে মঞ্জুকে অব্যাহতি দেয়া হয়েছে। তিনি আরও জানান, খুলনা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক পদ থেকে নজরুল ইসলাম মঞ্জুকে অব্যাহতি দিয়ে খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতকে ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব দেয়া হয়েছে।

্রিন্ট

আরও সংবদ