খুলনা | বুধবার | ০২ এপ্রিল ২০২৫ | ১৮ চৈত্র ১৪৩১

নদীর তীরে ভেসে এলো মৃত ডলফিন

খবর প্রতিবেদন |
০৬:৫৪ এ.এম | ০৭ ফেব্রুয়ারী ২০২২

বরগুনায় আমতলীতে পায়রা নদীর তীরে ভেসে এসেছে একটি মৃত ডলফিন। ডলফিনটির শরীরে  আঘাতের চিহ্ন রয়েছে। আমতলীর আমুয়ার চর এলাকার পায়রা নদীর তীরে গতকাল রবিবার (০৬ ফেব্রুয়ারি) দুপুরে মৃত ডলফিনটি দেখতে পান স্থানীয়রা। ডলফিনটির দৈর্ঘ্য পাঁচ ফুট।

স্থানীয়রা জানান, দুপুরে আমুয়ার চর এলাকার পায়রা নদীতে গোসল করতে যায় স্থানীয় শিশু-কিশোররা। এ সময় তারা নদীর তীরে মৃত ডলফিনটি দেখতে পায়। প্রাণীটির শরীরের বিভিন্ন জায়গায় ক্ষত ও আঘাতের চিহ্ন দেখা গেছে। তবে মৃত প্রাণীটিকে সৎকার করা হয়নি। পরে প্রাণীটিকে জোয়ারের পানিতে ভাসিয়ে দেন স্থানীয়রা।

স্থানীয় সমাজসেবক আমিনুল ইসলাম সোহেল বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে যাই। মৃত ডলফিনটিকে মাটিচাপা দিতে বলি। কিন্তু তা না করে সেটিকে জোয়ারের পানিতে ভাসিয়ে দেন স্থানীয় লোকজন।

এ বিষয়ে আমতলী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হালিমা সরদার বলেন, মৃত ডলফিন ভেসে আসার খবর আমরা পাইনি। তবে স্থানীয়দের প্রাণীটিকে মাটিচাপা দেওয়া উচিত ছিল। বর্ণনা শুনে মনে হচ্ছে লঞ্চ বা জাহাজের পাখার আঘাতে ডলফিনটির মৃত্যু হয়েছে।

্রিন্ট

আরও সংবদ