খুলনা | রবিবার | ০৬ জুলাই ২০২৫ | ২১ আষাঢ় ১৪৩২

সম‌য়ের খবরের বি‌শেষ প্র‌তি‌নি‌ধি পার‌ভেজের শ্বশুরের ইন্তেকাল, শোক

পাইকগাছা প্রতিনিধি |
০৯:১৪ পি.এম | ০১ এপ্রিল ২০২২

সম‌য়ের খবর প‌ত্রিকার বি‌শেষ প্র‌তি‌নি‌ধি ও মানবা‌ধিকার কর্মী এসএম মোস্তা‌ফিজুর রহমান পার‌ভেজের শ্বশুর আবুল কা‌সেম আজাদ (৬৮)  বৃহস্প‌তিবার দিবাগত রাত ৯টা ২০মিনিটে চি‌কিৎসাধীন অবস্থায় রংপুর মে‌ডি‌কেল কলেজ হাসপাতা‌লে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন...আমরা তো আল্লাহর এবং আমরা আল্লাহর কাছেই ফিরে যাবো)। আজ শুক্রবার জুম্মাবাদ নামা‌জে জানাজা শে‌ষে রংপুরে গঙ্গাচরা থানার ব‌ক্সিগঞ্জ গ্রা‌মের পা‌রিবা‌রিক গোরস্থা‌নে মরহু‌মের দাফন সম্পন্ন হ‌য়ে‌ছে। তার দুই কণ্যা সন্তানসহ বহু গুনগ্রাহী আত্মীয়-স্বজন র‌য়ে‌ছে। আজ শ‌নিবার দুপু‌রে গ্রা‌মের বা‌ড়ি‌তে মিলাদ অনু‌ষ্ঠিত হ‌বে পারিবা‌রিক ভা‌বে জানা গে‌ছে।

এ‌দি‌কে মরহু‌মের মৃতু্্য‌তে গভীর শোক ও শোক সন্তপ্ত প‌রিবা‌রের প্র‌তি গভীর সম‌বেদনা জা‌নি‌য়ে‌ছেন সম‌য়ের খবর'র প্রকাশক, সম্পাদক মোঃ তরিকুল ইসলামসহ সম‌য়ের খবর প‌রিবা‌রের সদস্যবৃন্দ।

অনুরুপ বিবৃ‌তি দি‌য়ে‌ছেন পাইকগাছা প্রেসক্লা‌বের সভাপ‌তি এড. এফ এম এ রাজ্জাক, সহ-সভাপ‌তি তৃ‌প্তি রঞ্জন সেন ও আব্দুল আ‌জিজ, সাধারন সম্পাদক এম মোস‌লেম উদ্দীন আহ‌মেদ, যুগ্ম-সস্পাদক এন ইসলাম সাগর, দপ্তর সম্পাদক স্নে‌হেন্দু বিকাশ, কোষাধাক্ষ্য এসএম বাবুল আক্তার, সা‌বেক সভাপ‌তি মোস্তফা কামাল জাহাঙ্গীর ও জিএ গফুর, সা‌বেক সম্পাদক এস এম আলাউদ্দীন সোহাগ, সাংবা‌দিক আলাউদ্দীন রাজা, এম আর মন্টু, বি সরকার, নজরুল ইসলাম, প্রমথ সানা, র‌বিউল ইসলাম, এমদাদ হো‌সেন, আব্দুর রাজ্জাক বু‌লি, পুর্ণ চন্দ্র মন্ডল অমল মন্ডল, হা‌শেম আলী, ব‌দিয়ার রহমান ও কৃষ্ণ পদ মন্ডল।

্রিন্ট

আরও সংবদ