খুলনা | শুক্রবার | ০৭ ফেব্রুয়ারী ২০২৫ | ২৫ মাঘ ১৪৩১

খুলনা প্রেসক্লাব সভাপতির ভায়রার ইন্তেকাল

খবর বিজ্ঞপ্তি |
১০:৫৫ পি.এম | ১২ এপ্রিল ২০২২

খুলনা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক আজকের তথ্য সম্পাদক এসএম নজরুল ইসলামের ভায়রা মুন্সী মাসুদুর রহমান রানা ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় তিনি ইন্তেকাল করেন। ব্রেন স্ট্রোক করার পর গত সোমবার সকালে তাকে এই হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

আগামীকাল বুধবার জোহর নামাজের পর খুলনা আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর মরদেহ টুটপাড়া কবরস্থানে দাফন করা হবে।

তার মৃত্যুতে খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মামুন রেজাসহ কার্যনির্বাহী কমিটির সদস্যরা গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে বিবৃতি দিয়েছেন।

সময়ের খবরের শোক : মরহুমের মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে শোক বিবৃতি দিয়েছেন সময়ের খবরের প্রকাশক ও সম্পাদক মোঃ তরিকুল ইসলাম।

্রিন্ট

আরও সংবদ