খুলনা | শুক্রবার | ১১ জুলাই ২০২৫ | ২৭ আষাঢ় ১৪৩২

কালীগঞ্জে বঙ্গবন্ধু জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

ঝিনাইদহ প্রতিনিধি |
০৪:২০ পি.এম | ১৪ মে ২০২২


ঝিনাইদহের কালীগঞ্জে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্ণামেন্ট (অনুর্ধ ১৭) ২০২২ এর প্রথম রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১৪ মে) সকাল ৯ টায় কালীগঞ্জ শহরের সরকারী নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে খেলার উদ্বোধন করেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার।

খেলায় উপজেলার ১১ ইউনিয়ন ও পৌরসভা মিলে ১২টি দল অংশগ্রহন করে। আগামীকাল রবিবার খেলার কোয়াটার ফাইনাল খেলা অনুষ্ঠিত।

খেলার আগে উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া জেরিনের সভাপতিত্বে আলোচন সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ, উপজেলা সহাকারী কমিশনার (ভূমি) মো. ঘাবিবুল্লাহ হাবিব, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান  শিবলী নোমানী, শাহানাজ পারভিন, কালীগঞ্জ থানার ওসি আব্দুর রহিম মোল্লা, কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মামুনুর রশিদ, সরকারী নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুল হোসেন তোতা, কালীগঞ্জ প্রেসক্লাব সভাপতি জামির হোসেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওহিদুজ্জামান ওদু, আলাউদ্দীন আল আজাদ, নাছির উদ্দীন চৌধরী, নজরুল ইসলাম ঋতু, মহিদুল ইসলাম মন্টু, কালীগঞ্জ উপজেলা ক্রীড়া ফেডারেশনের সহ-সভাপতি অজিত ভট্রাচার্য, নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক ওয়াসিমসহ সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

্রিন্ট

আরও সংবদ