খুলনা | রবিবার | ০৬ জুলাই ২০২৫ | ২১ আষাঢ় ১৪৩২

উল্লাপাড়ায় মজুত ২৬ হাজার লিটার সয়াবিন তেল জব্দ

খবর প্রতিবেদন |
০৪:৩৮ পি.এম | ১৪ মে ২০২২


সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌরশহরে বিপুল পরিমাণ বোতলজাত সয়াবিন তেল মজুত করে উচ্চ মূল্যে বিক্রির দায়ে মেসার্স অর্নব ট্রেডার্স ও মেসার্স দত্ত অ্যান্ড ব্রাদার্সের গোডাউনে অভিযান চালিয়ে ২৬ হাজার লিটার সয়াবিন তেল জব্দ করা হয়েছে। একই সঙ্গে অবৈধভাবে তেল মজুত রাখার দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত। পরে জব্দকৃত সয়াবিন তেল বোতলের গায়ের সঙ্গে নির্ধারিত মূল্যে ভোক্তাদের কাছে বিক্রি করা হবে।

আজ শনিবার সকাল থেকে বেলা প্রায় ৩টা পর্যন্ত পৌর শহরের ঘোষগাঁতী এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উজ্জল হোসেন।

এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল হোসেন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে আমরা পৌর শহরের ঘোষগাঁতী এলাকায় ২টি গোডাউন থেকে প্রায় ২৬ টন বোতলজাত সয়াবিন তেল জব্দ করি। দুই ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। জব্দকৃত তেল নির্দিষ্ট দিনে সরকার নির্ধারিত পূর্বের মূল্যে সাধারণ ক্রেতাদের কাছে বিক্রয় করা হবে। সেই সঙ্গে আমাদের এই অভিযান চলমান থাকবে।’

 

্রিন্ট

আরও সংবদ