খুলনা | শনিবার | ০৫ জুলাই ২০২৫ | ২১ আষাঢ় ১৪৩২

টেস্ট র‍্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়েছে লিটন

ক্রীড়া প্রতিবেদক |
০৩:৫০ পি.এম | ২৫ মে ২০২২


ব্যাটিংয়ে ক্যারিয়ারে সেরা সময় কাটচ্ছেন লিটন দাস। এবার তার পুরস্কারও পেলেন। টেস্ট র‍্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়ে ১৭তম স্থানে উঠে এসেছেন এ উইকেটরক্ষক-ব্যাটার।

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে ৮৮ রানের ইনিংস খেলেন লিটন। এই ইনিংসের পর আইসিসির সর্বশেষ র‍্যাঙ্কিংয়ের হালনাগাদে ২০তম স্থান থেকে ১৭তম স্থানে উঠে এসেছেন তিনি। তবে এটা লিটনের ক্যারিয়ারসেরা র‍্যাঙ্কিং নয়। এ বছরের জানুয়ারিতে পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরি করে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ১৫তম স্থানে উঠেছিলেন।

টেস্ট ক্রিকেটে শেষ দেড় বছরে দারুণ ছন্দে আছেন লিটন দাস। দুর্দান্ত  পারফরম্যান্সে আস্থার প্রতিদান দিচ্ছেন তিনি। এই সিরিজেও এর ব্যতিক্রম নয়। চট্টগ্রাম টেস্টে ১২ রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া করলেও ঢাকা টেস্টে তিন অঙ্ক ছুঁয়েছেন। ধারাবাহিক এমন ভালো খেলার পুরস্কার  পেলেন হাতেনাতে।

্রিন্ট

আরও সংবদ