খুলনা | মঙ্গলবার | ১৫ জুলাই ২০২৫ | ৩০ আষাঢ় ১৪৩২

সাতক্ষীরায় পুত্রবধূর ধাক্কায় প্রাণ গেল শাশুড়ির

খবর প্রতিবেদন |
০১:১০ পি.এম | ২৩ জুন ২০২২


সাতক্ষীরার দেবহাটায় চড় মারার জেরে পুত্রবধূর ধাক্কায় মর্জিনা খাতুন (৬৪) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

বুধবার (২২ জুন) দিনগত রাতে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মর্জিনা খাতুন উপজেলার দেবীশহর গ্রামের আব্দুর রহমানের স্ত্রী।

নাম প্রকাশ না করার শর্তে এক প্রতিবেশী জানান, কিছু হলেই বউ-শাশুড়ির ঝগড়া লাগতো। বুধবার বিকেলে রান্না করা নিয়ে দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়। এ সময় শাশুড়ি মর্জিনা খাতুন পুত্রবধূ মিতা পারভীনকে চড় মারেন। ক্ষিপ্ত হয়ে মিতা শাশুড়িকে দেওয়ালে ধাক্কা মারেন। এতে মাথা ফেটে শাশুড়ি গুরুতর আহত হন। তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মর্জিনার স্বামী আব্দুর রহমান বলেন, ‘মরদেহ বাড়িতে এনে রাখা হয়েছে। বাদ যোহর জানাজার নামাজ হবে। মামলা-মোকদ্দমার ঝামেলায় যাবো না বিধায় ময়নাতদন্ত করা হয়নি।’

দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ ওবায়দুল্লাহ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কেউ অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

্রিন্ট

আরও সংবদ