খুলনা | শুক্রবার | ০৪ জুলাই ২০২৫ | ২০ আষাঢ় ১৪৩২

চলে গেলেন খুলনার সাবেক কৃতি ফুটবলার মোশাররফ

খবর বিজ্ঞপ্তি |
০১:৩৪ এ.এম | ০১ জুলাই ২০২২


সোনালী অতীত ক্লাব, খুলনা’র সহ-সভাপতি, সাবেক গোলরক্ষক, সোনালী ব্যাংক লিঃ-এর সাবেক কর্মকর্তা নগরীর আহসান আহমেদ রোড নিবাসী এস এম মোশাররফ হোসেন (৭০) গত বুধবার রাতে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল­াহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন...আমরা তো আল­াহর এবং আমরা আল­াহর কাছেই ফিরে যাবো)। মরহুমের প্রথম নামাজে জানাজা গতকাল বৃহস্পতিবার বিকেল ৩টায় তাঁর বাসভবনস্থ সড়কে অনুষ্ঠিত হয়। পরে দ্বিতীয় নামাজে জানাজা মরহুমের জন্মস্থান রূপসার জাবুসা গ্রামের ঈদগা ময়দানে সম্পন্ন হয়। পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে স্ত্রী, ১ পুত্র, ২ কন্যা, পুত্রবধূ, জামাতা, নাতি-নাতনি, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। 
তাঁর মৃত্যুতে খুলনার ক্রীড়াঙ্গণ ও ব্যাংকপাড়ায় শোকের ছায়া নেমে এসেছে। তাঁকে শেষবারের দেখার জন্য সহকর্মীবৃন্দ তাঁর বাসভবনে ছুটে যান। দীনদার, সদালাপি ও পরোপকারী সাদা মনের ভালো মানুষ হিসেবে তিনি সকলের নিকট পরিচিত ছিলেন। 
তাঁর রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি প্রদান করেছে বিভিন্ন সংগঠন। 
খুলনা জেলা ক্রীড়া সংস্থা : মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন খুলনা জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি কাজী শামীম আহসান, এস এম মোর্ত্তজা রশিদী দারা, আবুল মনসুর আজাদ, মোঃ গোলাম রহমান, সাধারণ সম্পাদক এস এম মোয়াজ্জেম রশিদী দোজা, অতিরিক্ত সাধারণ সম্পাদক মোঃ মোতালেব মিয়া, যুগ্ম-সম্পাদক জি এম রেজাউল ইসলাম, মোঃ মোমতাজ আহম্মেদ তুহিন, কোষাধ্যক্ষ হাসান জহীর মুকুলসহ অন্যান্য নেতৃবৃন্দ। 
সোনালী অতীত ক্লাব : অনুরূপ শোক বিবৃতি প্রদান করেছেন খুলনা সোনালী অতীত ক্লাবের নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী, জাতীয় ফুটবলার শেখ মোঃ আসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এস এম মোয়াজ্জেম রশিদী দোজা, স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা বীরেন দাস বিরু, সাবেক সভাপতি আজমল আহমেদ তপন, সভাপতি এ মনসুর আজাদ, ইউনুস আলী গাজী, নুরুল ইসলাম খান কালু, হাসিবুল হাসান সানু, এস এম মনির, শেখ হেমায়েত উদ্দিন, রেজাউল আহমেদ রাজ, এস এম সোহরাব হোসেন, এস এম মনির, মোঃ আবুল হোসেন, মুজিবর রহমান ফয়েজ, মোস্তাফিজুর রহমান বাবলু । 
সোনালী ব্যাংক অবসরপ্রাপ্ত কর্মকর্তা/নির্বাহী ফোরাম : অনুরূপ বিবৃতি দিয়েছেন ফোরামের সভাপতি বেগম নাজমা সুলতানা, সাধারণ সম্পাদক কাজী শহীদুল­াহ্, এস এম হাফিজুর রহমান, মোঃ আতিয়ার রহমান, সরদার ফরিদ আহমেদ, শাহজাহান আলী বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা রোটাঃ মোঃ হাসমত আলী, বীর মুক্তিযোদ্ধা কে এম জালাল উদ্দিন, মোঃ কামরুল ইসলাম খান। এছাড়া বিবৃতি দিয়েছেন সংগঠনের উপদেষ্টা মন্ডলীর সদস্য জিএম (অবঃ) মোঃ হারুন-অর-রশীদ খন্দকার, ডিজিএম (অবঃ) ক্বারী ওমর ফারুখ, ডিজিএম (অবঃ) ড. শেখ গোলাম সাকলায়েন, মোঃ শহিদুল আলম, এ এম ফরহাদ হোসেন, এফ এম মনিরুজ্জামান, এজিএম (অবঃ) মানিক চন্দ্র মন্ডল, এম এম কামরুল আলম, মোঃ শহিদুল আলম, মোঃ আক্কাস আলী, মাসুদুর রহমান মাসুদ, এসপিও (অবঃ) গোলাম মোস্তফা চৌধুরী প্রমুখ।

্রিন্ট

আরও সংবদ