খুলনা | সোমবার | ১২ মে ২০২৫ | ২৮ বৈশাখ ১৪৩২

বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অবঃ) মুহাম্মদ আইনউদ্দিন আর নেই

খবর প্রতিবেদন |
০১:২৬ এ.এম | ০৩ অগাস্ট ২০২২


মুক্তিযুদ্ধকালীন ৯ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রতিষ্ঠাতা অধিনায়ক বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অবঃ) মুহাম্মদ আইনউদ্দিন বীর প্রতীক মারা গেছেন (ইন্নালিল­াহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন...আমরা তো আল­াহর এবং আমরা আল­াহর কাছেই ফিরে যাবো)।
মঙ্গলবার ভোর সাড়ে ৪টায় রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। বেশ কয়েক মাস ধরেই তিনি চিকিৎসাধীন ছিলেন। মেজর জেনারেল (অবঃ) জামিল উদ্দিন আহসান বীর প্রতীক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
গতকাল বাদ জোহর রাজধানীর মহাখালী ডিওএইচএস জামে মসজিদে তার জানাযা অনুষ্ঠিত হয়। বাদ আসর ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে দ্বিতীয় জানাযা শেষে তাকে সামরিক কবরস্থানে দাফন করা হয়।
১৯৭১ সালে কুমিল­া সেনানিবাসে পাকিস্তান সেনাবাহিনীর চতুর্থ ইস্ট বেঙ্গল রেজিমেন্টে চাকুরি করতেন মুহাম্মদ আইন উদ্দিন। ১৯৭১ সালের ২৫ মার্চের ৭ দিন আগে থেকে বদলির কারণে তিনি ছুটিতে ছিলেন। ২৬ মার্চের পর কুমিল­া সেনানিবাস থেকে পালিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় চলে যান এবং মুক্তিযুদ্ধে যোগ দেন তিনি।

্রিন্ট

আরও সংবদ