খুলনা | রবিবার | ১০ অগাস্ট ২০২৫ | ২৬ শ্রাবণ ১৪৩২

শোকাবহ আগস্ট

নিজস্ব প্রতিবেদক |
০১:২৪ এ.এম | ০৪ অগাস্ট ২০২২


আগস্ট, শোকের মাস। স্বাধীনতা প্রিয় বাঙালির অশ্র“ ঝরার দিন। পঁচাত্তর সালের ১৫ আগস্ট বাঙালি জাতির ইতিহাসে কলঙ্ক লেপন করে সেনাবাহিনীর একদল উচ্চাবিলাসী সদস্য। ঘাতকের নির্মম বুলেটে সেদিন ধানমন্ডির ৩২নং সড়কের ঐতিহাসিক বাড়িতে শহিদ হন স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। নৃশংস হত্যাকাণ্ডের ৪৭ বছর পূর্ণ হচ্ছে। সেইদিন থেকে দুঃসময় স্মৃতি বহন করে চলেছে বাঙালি জাতি। এই কালো রাতে নৃশংস হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন বঙ্গবন্ধুর সহধর্মিণী শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ পরিবারের ২৮ জন সদস্য। শোকাবহ আগস্ট মাসে দ্বিধাহীন চিত্তে বলতে হয়, বাঙালি জাতির ইতিহাসে অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু স্বাধীনতার স্থপতি ছিলেন না, ভাষা আন্দোলন, ছয় দফা আন্দোলনসহ সকল আন্দোলনে তাঁর ভূমিকা ছিল ঐতিহাসিক। যারা এই মহানায়ককে হত্যা করেছে আজকের এই দিনে জাতি তাদের ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে।
জেলা আ’লীগ : জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা, আসরবাদ, জেলার দলীয় কার্যালয় ।
 

্রিন্ট

আরও সংবদ