খুলনা | বৃহস্পতিবার | ১৫ মে ২০২৫ | ১ জ্যৈষ্ঠ ১৪৩২

খুলনায় বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে স্মরণকালের বৃহত্তম র‌্যালি

নারায়ণগঞ্জে যুবদল নেতা শাওনকে হত্যা করে সরকারের বিদায় ঘন্টা বেজেছে : সমাবেশে নেতৃবৃন্দ

খবর বিজ্ঞপ্তি |
০১:২২ এ.এম | ০২ সেপ্টেম্বর ২০২২


বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে খুলনায় স্মরণকালের বৃহত্তম র‌্যালি করেছেন দলটির নেতা-কর্মীরা। বিএনপি’র মহানগর ও জেলার অর্ন্তগত সকল থানা, ওয়ার্ড, ইউনিয়ন এবং ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, কৃষক দল, শ্রমিক দলসহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের হাজার হাজার কর্মী র‌্যালিতে অংশ নেন। দুপুরের পর থেকেই মিছিলের নগরীতে পরিণত হয় খুলনা। মূল র‌্যালিটি যখন শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সে সময় এক প্রকার অচল হয়ে পড়ে নগরী। রাস্তার দু’ধারে দাঁড়ানো হাজারো জনতা, পথচারী ও ব্যবসা প্রতিষ্ঠানে অবস্থানরতরা করতালির মাধ্যমে মিছিলকে স্বাগত  জানায়। 
দলের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে অংশ নিয়ে নেতৃবৃন্দ ঘোষণা দেন, নারায়ণগঞ্জে যুবদল নেতা শাওনকে হত্যার মাধ্যমে সরকার তার কফিনে শেষ পেরেক ঠুকেছে। এই ফ্যাসিস্ট, জালেম, লুটেরা, তাবেদার ও ভোট চোর সরকারের পতন না হওয়া পর্যন্ত নেতা-কর্মীরা আর ঘরে ফিরে যাবেনা। 
বিকেল ৪টার দিকে কেডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে স্থাপিত অস্থায়ী মঞ্চে আনুষ্ঠনিকভাবে র‌্যালি পূর্ব সমাবেশের কাজ শুরু হয়। তবে দুপুর থেকেই এই স্থানসহ আশেপাশের সকল স্থান ছিল কার্যত পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্য দ্বারা অবরুদ্ধ। দলীয় কার্যালয়ে যাওয়ার বিভিন্ন প্রবেশ পথ ছিল তাদের কড়া নজরদারি ও সতর্ক উপস্থিতি। তবে একের পর এক মিছিল আসতে থাকলে তা নেতা-কর্মীদের দখলে চলে আসে। 
মহানগর বিএনপি’র আহবায়ক শফিকুল আলম মনার সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল। বিশেষ অতিথি ছিলেন নগর বিএনপি’র সম্মানিত সদস্য রকিবুল ইসলাম বকুল। বক্তৃতা করেন জেলা বিএনপি’র আহবায়ক আমির এজাজ খান, নগর বিএনপি’র সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী, সিনিয়র যুগ্ম-আহবায়ক আবু হোসেন বাবু। দোয়া মোনাজাত পরিচালনা করেন নগর বিএনপি’র সিনিয়র যুগ্ম-আহবায়ক মোঃ তারিকুল ইসলাম জহির। দোয়ায় গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে নিহতদের রুহের মাগফিরাত কামনা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি এবং ফ্যাসিবাদী শাসকের জুলম নির্যাতন থেকে মুক্তির জন্য রাব্বুল আলামিনের সাহায্য কামনা করা হয়। 
আজিজুল বারী হেলাল বলেন, প্রতিষ্ঠা বার্ষিকীতে বিএনপি সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে। কিন্তু এই খুলনায় গত কয়েকদিনে বিএনপি’র কর্মসূচিতে বারবার ন্যাক্কারজনক হামলার ঘটনা ঘটেছে। সোনাডাঙ্গা, খালিশপুর, দিঘলিয়া, খানজাহান আলী থানায় বিএনপি’র কর্মীদের কুপিয়ে পিটিয়ে জখম করা হয়েছে। আজ নারায়ানগঞ্জে যুবদল নেতা শাওনকে হত্যা করে সরকারের বিদায় ঘন্টা বেজেছে। তিনি অবিলম্বে গুরুতর অসুস্থ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবি জানান। 
বিকেল ৫টার দিকে থানার মোড় থেকে র‌্যালি শুরু হয়। র‌্যালিতে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমানের বিশালাকৃতির পোট্রেট, জাতীয় ও দলীয় পতাকা, ফেস্টুন, ব্যানার, প্লাকার্ড বহন করা হয়। এ সময় সরকারের পতন দাবি করে নেতা-কর্মীরা শ্লোগান দেন। 
কর্মসূচিতে উপস্থিত ছিলেন মহানগর ও জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়কদের মধ্যে খান জুলফিকার আলী জুলু, স ম আব্দুর রহমান, সাইফুর রহমান, রেহানা ঈসা, এস এ রহমান বাবুল, এড. নুরুল হাসান রুবা, কাজী মাহমুদ আলী, মোস্তফা উল বারী লাভলু, শের আলম সান্টু, মোল­া মোশারফ হোসেন, আবুল কালাম জিয়া, অধ্যাপক মনিরুল হক বাবুল, বদরুল আনাম খান, শেখ তৈয়েবুর রহমান, মাহবুব হাসান পিয়ারু, শামীম কবির, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, আশরাফুল আলম খান নান্নু, একরামুল হক হেলাল, শামসুল আলম পিন্টু, মাসুদ পারভেজ বাবু, শেখ সাদী, এনামুল হক সজল, চৌধুরী হাসানুর রশিদ মিরাজ,  মহানগর ও জেলা বিএনপি’র সদস্য চৌধুরী কওসার আলী, শেখ জাহিদুল ইসলাম, এড. মোমরেজুল ইসলাম, আব্দুর রাজ্জাক, হাফিজুর রহমান মনি, খায়রুল ইসলাম খান জনি, আশফাকুর রহমান কাকন, ওয়াহিদ ইমরান, ওয়াহিদুর রহমান দীপু, বেগ তানভিরুল আযম, শাহিনুল ইসলাম পাখী, শাকিল আহমেদ, রোবায়েদ হোসেন বাবু, এ কে এম শহিদুল আলম, মুর্শিদ কামাল, আরিফ ইমতিয়াজ খান তুহিন, শেখ আজগর আলী, এড. মাসুম রশিদ, মোল­া এনামুল কবির, কে এম হুমায়ুন কবির, বিপ্লবুর রহমান কুদ্দুস, মোঃ হাফিজুর রহমান, সাজ্জাদ হোসেন তোতন, আনিসুর রহমান, সৈয়দ সাজ্জাদ আহসান পরাগ, সুলতান মাহমুদ, কাজী মিজানুর রহমান, এহতেশামুল হক শাওন, এড. তৌহিদুর রহমান তুষার, মুর্শিদুর রহমান লিটন, একরামুল কবির মিল্টন, নাজমুস সাকির পিন্টু, জহর মীর, নাজিরউদ্দিন আহমেদ নান্নু, শেখ ইমাম হোসেন, আরিফ রহমান, হাবিবুর রহমান বিশ^াস, খন্দকার ফারুক হোসেন, হাসানউল­াহ বুলবুল, সেলিম সরদার, এড. মোহাম্মদ আলী বাবু, সরোয়ার হোসেন, শরিফুল আনাম, রফিকুল ইসলাম বাবু, শেখ জামালউদ্দিন, মোঃ আব্দুল হালিম, সাইদুজ্জামান খান, আবু সাঈদ হাওলাদার আব্বাস, হাসনাত রিজভী মার্শাল, গাজী আফসার উদ্দিন, সরদার আব্দুল মালেক, মোল­া ফরিদ আহমেদ, রাহাত আলী লাচ্চু, মলি­ক আব্দুস সালাম, নাসির খান, টিটু ভূঁইয়া,আব্দুস সালাম, হাবিবুর রহমান, আলমগীর হোসেন, কাজী শাহনেওয়াজ নীরু, নুরুল আমিন, আব্দুর রহমান ডিনো, শাহাদাত হোসেন, নাজমুল হুদা চৌধুরী সাগর, দিদারুল হোসেন, তারিকুল ইসলাম, খন্দকার হাসিনুল ইসলাম নিক, জাফরী নেওয়াজ চন্দন, মোঃ জাহিদ হোসেন জাহিদ, মিজানুর রহমান মিলটন, শফিকুল ইসলাম শফি, আলী আক্কাস, শামসুল বারিক পান্না, ফারুক হোসেন, মুজিবর রহমান, আজিজা খানম এলিজা, যুবদলের ইবাদুল হক রুবায়েদ, স্বেচ্ছাসেবক দলের আতাউর রহমান রুনু, মহিলা দলের এড. তছলিমা খাতুন ছন্দা, এড. কানিজ ফাতেমা আমিন, সেতারা সুলতানা, ছাত্রদলের আব্দুল মান্নান মিস্ত্রি, ইসতিয়াক আহমেদ ইস্তি, গোলাম মোস্তফা তুহিন, মোঃ তাজিম বিশ^াস, শ্রমিক দলের খান ইসমাইল হোসেন, কৃষক দলের আকতারুজ্জামান সজীব, মোল­া কবির হোসেন, শেখ আদনান ইসলাম দীপ, মৎস্যজীবী দলের শেখ হেমায়েত হোসেন, জাসাসের ইঞ্জিনিয়ার নুর ইসলাম বাচ্চু, নুরুজ্জামান নিশাত, মোল­া সাইফুর রহমান, এনামুল হক প্রমুখ। 

্রিন্ট

আরও সংবদ