খুলনা | রবিবার | ০৬ জুলাই ২০২৫ | ২২ আষাঢ় ১৪৩২

করোনায় কুষ্টিয়া পৌর কাউন্সিলরের মৃত্যু

খবর প্রতিবেদন |
১১:৩১ পি.এম | ২১ জুলাই ২০২১

করোনা আক্রান্ত হয়ে কুষ্টিয়া পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর ইসলাম শেখ মারা গেছেন। আজ বুধবার (২১ জুলাই) দুপুরে পৌর এলাকার লাহিনীপাড়ার নিজ বাড়িতে তার মৃত্যু হয়।

কুষ্টিয়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম বলেন, গত ১৩ জুলাই করোনা শনাক্ত হওয়ার পর থেকে ইসলাম শেখ নিজ বাড়িতে অবস্থান করে চিকিৎসা নিয়ে আসছিলেন। দুপুরের দিকে বাড়িতে তিনি মারা যান।

পারিবারিক সূত্র জানায়, দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, কিডনি ও লিভারের সমস্যায় ভুগছিলেন ইসলাম শেখ। বিকেলে তার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

ইসলাম শেখের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, কুষ্টিয় পৌরসভার মেয়র আনোয়ার আলী।

্রিন্ট

আরও সংবদ