খুলনা | শুক্রবার | ১১ জুলাই ২০২৫ | ২৬ আষাঢ় ১৪৩২

জিম্বাবুয়েতে আজ থেকে শুরু টাইগাররেদর টি-টোয়েন্টি মিশন

ক্রীড়া প্রতিবেদক |
০৯:৫৩ এ.এম | ২২ জুলাই ২০২১

জিম্বাবুয়ে সফরের একমাত্র টেস্ট এবং ওয়ানডে সিরিজ জিতে বেশ ফুরফুরে মেজাজে বাংলাদেশ। এবারে টাইগারদের নজর বৃহস্পতিবার (২২ জুলাই) থেকে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি সিরিজের দিকে। তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি মাঠে গড়াবে আজ বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টায়।

রোডেশিয়ানদের বিপক্ষে খেলা শেষ চারটি টি-টোয়েন্টি জিতেছে বাংলাদেশ দল। শেষবার রোডেশিয়ানদের বিপক্ষে টি-টোয়েন্টিতে টাইগাররা হেরেছিল পাঁচ বছর আগে ২০১৬ সালে। মাশরাফি বিন মুর্ত্তজার নেতৃত্বাধীন টাইগাররা খুলনা শেখ আবু নাসের স্টেডিয়ামে সেবার হেরেছিল ১৮ রানের ব্যবধানে। পাঁচ বছর আগের সেই হারটাই টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ের বিপক্ষে শেষ হার। এরপর আরও চারটি টি-টোয়েন্টি খেললেও একটিতেও পা হড়কায়নি টাইগাররা। দুই দলের মুখোমুখি মোট ১৩ দেখায় ৯বার জয় পেয়েছে বাংলাদেশ, বিপরীতে ৪বার জয়ের দেখা পেয়েছে জিম্বাবুয়ে। তবে টাইগারদের টি-টোয়েন্টির শেষ পরিসংখ্যানটা খুব বেশি সুখকর নয়। নিউজিল্যান্ডের মাটিতে খেলা তিন ম্যাচের সংক্ষিপ্ত ফরম্যাটের সিরিজের সবকটিতেই হেরেছিল টাইগাররা। তবে রোডেশিয়ানদের হারিয়ে আবারও টি-টোয়েন্টিতে জয়ের ধারায় ফিরতে মরিয়া টাইগাররা। যার শুরুটা আগামীকাল হারারেতে মাঠে গড়াবে টি-টোয়েন্টি সিরিজটি।

তামিম হাঁটুর চোটের কারণে ছিটকে যাওয়ায় তাঁর জায়গায় দলে ঢুকবেন মোহাম্মদ নাইম শেখ। উদ্বোধনী জুটিতে লিটন দাসের সঙ্গে দেখা মিলবে তাই নাইমেরই। অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের থাকবেন মিডল অর্ডারের নেতৃত্বে আর তিন নম্বরে যথারীতি সাকিব আল হাসান। লোয়ার মিডল অর্ডারে আফিফ হোসেন, নুরল হাসান সোহানের সঙ্গে থাকার সম্ভবনা রয়েছে মেহেদি হাসানেরও।

এর আগে, তিন ম্যাচ সিরিজের টি-টোয়েন্টি সিরিজ মাঠে গড়ানোর কথা ছিল ২৩ তারিখ থেকে। তবে ব্রডকাস্ট প্রোডাকশন কোম্পানির নানান সমস্যার কারণে টি-টোয়েন্টি সিরিজ একদিন করে এগিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি এবং জিম্বাবুয়ে ক্রিকেট।

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি মাঠে গড়ানোর কথা ছিল আগামী ২৩ জুলাই। এরপর দ্বিতীয় ও তৃতীয়টি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল যথাক্রমে ২৫ ও ২৭ জুলাই। তবে দুই বোর্ডের সম্মতিক্রমে সিরিজটি একদিন এগিয়ে আনা হয়েছে। ২৩ জুলাইয়ের পরিবর্তে সিরিজটি মাঠে গড়াবে ২২ জুলাই। সিরিজের বাকি দুই ম্যাচ হবে ২৩ ও ২৫ জুলাই।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: মোহাম্মদ নাইম শেখ, লিটন দাস, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, মেহেদি হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম এবং মোস্তাফিজুর রহমান।

্রিন্ট

আরও সংবদ