খুলনা | রবিবার | ১৩ জুলাই ২০২৫ | ২৯ আষাঢ় ১৪৩২

‘বিয়িং হিউম্যান’ ব্র্যান্ড এবার ঢাকায়

খবর বিনোদন |
০৩:১৭ পি.এম | ১৩ সেপ্টেম্বর ২০২২


বলিউড সুপারস্টার সালমান খানের জনপ্রিয় একটি পোশাকের ব্র্যান্ড হলো ‘বিয়িং হিউম্যান ক্লথিং’। জনপ্রিয় এই পোশাকের ব্র্যান্ডটি এবার ঢাকায় আসছে। 
আগামী বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) ঢাকার বনানীতে ‘বিয়িং হিউম্যান ক্লথিং’- এর প্রথম আউটলেটের উদ্বোধন করা হবে।

এই উদ্বোধনীর অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সালমানের ভাই বলিউড অভিনেতা সোহেল খান, তার ভাগনে আয়ান অগ্নিহোত্রী এবং ‘বিয়িং হিউম্যান ক্লথিং’-এর সিইও সঞ্জীব রাও।

‘বিয়িং হিউম্যান ক্লোথিং’-এর বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি হলেন রেহান রহমান, মোহাইমিন মোস্তফা, শীর্ষস্থানীয় নির্মাণ প্রতিষ্ঠান ফখর উদ্দিন ব্রাদার্স এবং সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক সালেহীন এফ নাহিয়ানও।

বাংলাদেশে আন্তর্জাতিক পোশাক ব্র্যান্ডের ব্যাপক চাহিদার পাশাপাশি বাংলাদেশে সালমান খানের একটি বিশাল ফ্যানবেস রয়েছে। এই বিষয়টি বিবেচেনা করেই জনপ্রিয় পোশাক ব্র্যান্ডটি ঢাকায় নিয়ে আসছেন তারা।

২০১২ সালে প্রতিষ্ঠিত এই ব্র্যান্ডটি প্রতিষ্ঠা করা হয় সালমান খানের দাতব্য প্রতিষ্ঠানটি সম্প্রসারণের জন্য।

‘বিয়িং হিউম্যান ক্লোথিং’-এর লাভের  একটি অংশ তাই ‘বিয়িং হিউম্যান- দ্য সালমান খান ফাউন্ডেশন’কে দেওয়া হয়। দীর্ঘসময় ধরে এই ফাউন্ডেশন সুবিধাবঞ্চিতদের জন্য শিক্ষা এবং স্বাস্থ্যসেবা প্রদান করে চলেছে।

্রিন্ট

আরও সংবদ