খুলনা | শনিবার | ৩০ সেপ্টেম্বর ২০২৩ | ১৫ আশ্বিন ১৪৩০

কেএমপি কমিশনারের সাথে মহানগর পূজা উদ্যাপন পরিষদের মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক |
০১:৪৯ এ.এম | ২৩ সেপ্টেম্বর ২০২২


খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) হেডকোয়ার্টার্স সম্মেলন কক্ষে কমিশনার মোঃ মাসুদুর রহমান ভূঞার সভাপতিত্বে মহানগর পূজা উদ্যাপন পরিষদের সাথে গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় কেএমপি কমিশনার খুলনা মহানগর পূজা উদ্যাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষা সংক্রান্ত বিবিধ বিষয়ে মতবিনিময় করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন কেএমপি অতিরিক্ত কমিশনার (এএন্ডও) সরদার রকিবুল ইসলাম, অতিরিক্ত কমিশনার (ক্রাইম) মোঃ সাজিদ হোসেন, অতিরিক্ত কমিশনার (ট্রাফিক এন্ড প্রটোকল) মোছাঃ তাসলিমা খাতুন, ডেপুটি কমিশনার (উত্তর) মোল­া জাহাঙ্গীর হোসেন, ডেপুটি কমিশনার (সদর) মোহাম্মদ আনোয়ার হোসেন, বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি) রাশিদা বেগম, ডেপুটি কমিশনার (ডিবি) বিএম নুরুজ্জামান, ডেপুটি কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম, ডেপুটি কমিশনার (প্রসিকিউশন) রিয়াজ উদ্দিন আহম্মেদ, ডেপুটি কমিশনার (এফএন্ডবি) শেখ মনিরুজ্জামান মিঠু, ডেপুটি কমিশনার (ইএন্ডডি) মোঃ কামরুল ইসলাম, ডেপুটি কমিশনার (ট্রাফিক) মনিরা সুলতানা, নগর পূজা উদ্যাপন পরিষদের সভাপতি শ্যামল হালদার, সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুন্ডু ও নগর কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি ডাঃ একেএম কামরুল ইসলামসহ খুলনাস্থ ডিজিএফআই, নৌপুলিশ, র‌্যাব-৬, আনসার, ফায়ার সার্ভিস, ওজোপাডিকো ও প্রশাসনের ঊর্ধ্বতন প্রতিনিধিবৃন্দ।
 

প্রিন্ট

আরও সংবাদ