খুলনা | মঙ্গলবার | ০১ জুলাই ২০২৫ | ১৭ আষাঢ় ১৪৩২

নানা কর্মসূচি

বিশ্ব শিশু দিবস ও জাতীয় কন্যাশিশু দিবস আজ

খবর ডেস্ক |
০১:১৬ এ.এম | ০৩ অক্টোবর ২০২২


শিশু অধিকার বিষয়ে সচেতনতার জন্য বিশ্বের বিভিন্ন দেশ বিভিন্ন দিন শিশু দিবস পালন করে। বাংলাদেশে ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। জাতীয়ভাবে দিনটিতে ‘জাতীয় শিশু দিবস’ হিসেবে পালন করা হয়। তবে বিশ্ব শিশু দিবস পালন করা হয় অক্টোবর মাসের প্রথম সোমবার। আজ সোমবার (৩ অক্টোবর) বিশ্ব শিশু দিবস। ‘গড়বে শিশু সোনার দেশ, ছড়িয়ে দিয়ে আলোর রেশ’-প্রতিপাদ্য নিয়ে দেশব্যাপী দিবসটি পালনে কর্মসূচি হাতে নিয়েছে সরকার।
বিশ্ব শিশু দিবসের সঙ্গে মিলিয়ে শিশুর অধিকার, সুরক্ষা এবং শিশুর উন্নয়ন ও বিকাশে সংশ্লিষ্ট সবাইকে উদ্যোগী ও সচেতন করার লক্ষে মঙ্গলবার (৪ অক্টোবর) থেকে ১১ অক্টোবর পর্যন্ত পালন করা হবে শিশু অধিকার সপ্তাহ। আর সপ্তাহব্যাপী এই কর্মসূচির সঙ্গে সমন্বয় করে মঙ্গলবার (৪ অক্টোবর) জাতীয় কন্যা শিশু দিবসও উদযাপন করা হবে।
রবিবার মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার (৩ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে অনুষ্ঠেয় বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-২০২২-এর উদ্বোধন করবেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা। 
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় জানায়, প্রতিবছরের মতো এবারও দেশব্যাপী বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উদযাপন করার লক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং জাতীয় কন্যাশিশু এ্যাডভোকেসি ফোরাম জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা, পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্রোড়পত্র প্রকাশ, টক শো, পোস্টার মুদ্রণ, বিতর্ক প্রতিযোগিতা, কন্যাশিশু জার্নাল মুদ্রণ, কন্যাশিশু বার্তা প্রকাশ, র‌্যালি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও গোলটেবিল বৈঠকের আয়োজন করবে। তাছাড়া দিবসটি উপলক্ষে মহিলা বিষয়ক অধিদফতর মঙ্গলবার দুপুর আড়াইটায় আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করবে। 
বাংলাদেশ শিশু একাডেমি, ইউনিসেফ, দেশি ও বিদেশি শিশু সংগঠন ও উন্নয়ন সংস্থার আয়োজনে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। সিসেমি ওয়ার্কসপ বাংলাদেশ আয়োজিত সিসিমপুরের থিম সম্বলিত বুক কর্নারের ৭৫টি স্কুলে শিশু ও শিক্ষকদের বই পড়ার সেশন পরিচালনা, জাতীয় প্রতিবন্ধী ফোরাম আয়োজিত আলোচনা ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান।
এ দিন বাংলাদেশ ইসিডি নেটওয়ার্ক, ব্র্যাক আয়োজিত ‘শিশুর প্রারম্ভিক যতœ ও বিকাশে সমন্বিত কার্যক্রম এবং টেকসই উন্নয়ন’ বিষয়ক ওয়েবিনার, সিআইপিআরবি আয়োজিত শিশু অধিকার: প্রেক্ষিত বাংলাদেশে পানিতে ডুবে শিশুমৃত্যু প্রতিরোধে করণীয় সম্পর্কে আলোচনা।
সেভ দ্যা চিলড্রেন আয়োজিত পরিকল্পনা মন্ত্রণালয় ও শিশুদের সঙ্গে জাতীয় পর্যায়ে পলিসি ডায়ালগ। জাগো ফাউন্ডেশন ও অপরাজেয় বাংলাদেশ আয়োজিত দেয়ালিকা প্রদর্শন, র‌্যালি, চিত্রাঙ্কন ও বিতর্ক প্রতিযোগিতা, আলোচনা, পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। এস ও এস চিলড্রেন্স ভিলেজেস বাংলাদেশের শিশুদের কবিতা আবৃত্তি, ক্রীড়া, বৃক্ষরোপণ কর্মসূচি ও শিশু-কিশোরদের নিয়ে মুক্তিযুদ্ধ জাদুঘর ঢাকা পরিদর্শন করবে। এছাড়াও বিভিন্ন শিশু সংগঠনের রয়েছে শিশুদের শিক্ষা, বিকাশ, অধিকার ও সুরক্ষা বিষয়ে পৃথক পৃথক কর্মসূচি।
বিশ্ব শিশু দিবসের অনুষ্ঠান ও টকশো বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারসহ বিভিন্ন বেসরকারি টেলিভিশনে প্রচারিত হবে। বিশেষ ক্রোড়পত্র ও স্মরণিকা প্রকাশ এবং আলোকচিত্র প্রদর্শন। এছাড়া পোস্টার, পিভিসি ও ফেস্টুন-ব্যানার স্থাপনের মাধ্যমে বিভিন্ন ভবন ও ঢাকার প্রধান প্রধান সড়কদ্বীপ সজ্জিত। দেশের সব জেলা-উপজেলায় বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উদ্যাপন করা হবে।

্রিন্ট

আরও সংবদ