খুলনা | শনিবার | ০২ ডিসেম্বর ২০২৩ | ১৭ অগ্রাহায়ণ ১৪৩০

রূপসায় বাল্কহেডের ধাক্কায় ট্রলার ডুবি, নিখোঁজ ১

নিজস্ব প্রতিবেদক |
০১:৩৭ এ.এম | ০৪ অক্টোবর ২০২২


খুলনায় বাল্কহেডের ধাক্কায় ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ট্রলারে থাকা সাতজনের মধ্যে ছয়জন সাঁতরে তীরে উঠতে পারলেও একজন নিখোঁজ রয়েছেন।
রবিবার রাত সাড়ে ১০টার দিকে রূপসা রেলব্রিজের ৭১ ও ৭২ নম্বর পিলারের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ ব্যক্তির নাম মাহাতাব উদ্দিন। তিনি খালিশপুরের শাকিলের ছেলে।
রূপসা নৌ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মুনসুর বলেন, রাত সাড়ে ১০টার দিকে একটি ট্রলারে ছয়জন যাত্রী নিয়ে মাঝি হিরণ পয়েন্টে যাচ্ছিলেন। ওই ছয় যাত্রী গ্রিল শ্রমিক। তারা হিরণ পয়েন্টে জানালার গ্রিলের কাজ করতে যাচ্ছিলেন। পথে রূপসা রেলব্রিজের ৭১ ও ৭২ নম্বর পিলারের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাল্কহেডের ধাক্কায় ট্রলারটি ভেঙে ডুবে যায়। এ সময় ছয়জন সাঁতরে তীরে উঠতে পারলেও মাহাতাব নামে এক যাত্রী নিখোঁজ হন। খবর পেয়ে নৌ পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিখোঁজ ব্যক্তির সন্ধানে নদীতে তল­াশি চালাচ্ছে।
 

প্রিন্ট

আরও সংবাদ