খুলনা | বুধবার | ০৬ অগাস্ট ২০২৫ | ২১ শ্রাবণ ১৪৩২

খুলনায় নানা আয়োজন

‘শেখ রাসেল দিবস’ আজ

খবর প্রতিবেদন |
০১:০০ এ.এম | ১৮ অক্টোবর ২০২২


জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শহিদ শেখ রাসেলের ৫৯তম জন্মদিন ও ‘শেখ রাসেল দিবস আজ। 
মন্ত্রিপরিষদ বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী, গত বছর থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন ‘শেখ রাসেল দিবস’ হিসেবে পালিত হচ্ছে। শেখ রাসেল জাতীয় দিবসের এবারের মূল প্রতিপাদ্য হচ্ছে ‘শেখ রাসেল নির্মলতার প্রতীক, দুরন্ত প্রাণবন্ত নির্ভীক।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেল ১৯৬৪ সালের এই দিনে ধানমন্ডির ঐতিহাসিক স্মৃতি-বিজড়িত বঙ্গবন্ধু ভবনে জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট মানবতার শত্র“ ঘৃণ্য ঘাতকদের নির্মম বুলেট থেকে রক্ষা পাননি শিশু শেখ রাসেল। বঙ্গবন্ধুর সাথে নরপিশাচরা নির্মমভাবে তাকেও হত্যা করেছিল। তিনি ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র ছিলেন।
শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে আ’লীগ ও এর সহযোগী সংগঠনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে।
শহিদ শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে আ’লীগ আজ সকাল ৯টায় বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত শেখ রাসেলসহ ১৫ আগস্টে নিহত সকল শহিদদের কবরে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ, মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করেছে।
এছাড়া দিবসটি উপলক্ষে দেশের সকল বিভাগ, জেলা এবং উপজেলা পর্যায়ে আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হবে। শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের উদ্যোগে চিত্রাঙ্কন, দাবা, জাতীয় ফুটবল টুর্নামেন্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
খুলনা জেলা প্রশাসন : শেখ রাসেল দিবস যথাযোগ্য মর্যাদায় উদ্যাপনের লক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে প্রশাসন। সকাল সাড়ে আটটায় নগরীর শহিদ হাদিস পার্ক থেকে সার্কিট হাউজ ময়দান পর্যন্ত বর্ণাঢ্য র‌্যালি বের করা হবে। পরে সার্কিট হাউজ মাঠে স্থাপিত শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, সকাল ১০টায় খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে রাজধানী ঢাকা থেকে কেন্দ্রীয় ভাবে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন ও শেখ রাসেল পদক প্রদান অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হবে। একই স্থানে সকাল সাড়ে ১০টায় আলোচনা সভা, কেক কাটা, শিশুদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ।
দিবসটি উপলক্ষে সুবিধাজনক সময়ে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ ডিজিটাল ল্যাব নির্বাচন ও প্রেজেন্টেশন প্রতিযোগিতা এবং ‘একটি স্বপ্নের নাম শেখ রাসেল’ শীর্ষক প্রামাণ্যচিত্রটি শহিদ হদিস পার্ক, রেলওয়ে স্টেশনসহ জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বড় পর্দায় প্রদর্শন, সকল শিক্ষা প্রতিষ্ঠান যথাযোগ্য মর্যাদায় শেখ রাসেল দিবস উদ্যাপন করবে। দিবসটি উপলক্ষে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হবে। চিত্রাঙ্কনের বিষয়: আমার তুলিতে শেখ রাসেল, প্রতিযোগিদের বয়স ৮-১২ বছর। রচনা প্রতিযোগিতার বিষয়: প্রিয় শেখ রাসেল, প্রতিযোগিদের বয়স: ১৩-১৮ বছর। জেলা ও মহানগরীর মসজিদসমূহে শেখ রাসেল ও বঙ্গবন্ধু পরিবারের শহিদ সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত, দোয়া মাহফিল এবং মন্দির, গীর্জা, প্যাগোডা ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনা ।
দুপুরে  শিশু সনদ, এতিমখানা ও শিশু পরিবারসমূহে উন্নতমানের খাবার পরিবেশন এবং শিশুদের নিয়ে অনুষ্ঠান, বিভাগীয় জাদুঘর ও প্রত্নতত্ত্ব স্থানে দিনব্যাপী শিশু-কিশোরদের জন্য বিনা টিকিটে পরিদর্শনের সুযোগ থাকবে। দিবসটি উপলক্ষে স্থানীয় সংবাদপত্রগুলো বিশেষ ক্রোড়পত্র, নিবন্ধ ও প্রবন্ধ প্রকাশ করবে। 
খুলনা সিটি কর্পোরেশন : জন্মদিন ও শেখ রাসেল দিবস পালন উপলক্ষে পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে কেসিসি। কর্মসূচির মধ্যে রয়েছে আজ (মঙ্গলবার) সকাল ৯টায় নগর ভবনে শেখ রাসেল-এর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, কেক কাটা, শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা, প্রামাণ্য চিত্র প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী। 
খুলনা বিশ্ববিদ্যালয় : শেখ রাসেল দিবস উদ্যাপনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয়। কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ১০টায় বঙ্গবন্ধুর ম্যুরাল কালজয়ী মুজিব এর পাশে শেখ রাসেল-এর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, সকাল ১০টা ৩০ মিনিটে মাইকেল মধুসূদন অতিথি ভবন সংলগ্ন স্থানে বৃক্ষরোপণ, বাদ যোহর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিল, বিশ্ববিদ্যালয় মন্দিরে প্রার্থনা অনুষ্ঠান ও গল্লামারীস্থ শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র (বালিকা) লাইব্রেরিতে পুস্তক বিতরণ।
মহানগর ও জেলা আওয়ামী লীগ : জন্মবার্ষিকী উপলক্ষে কর্মসূচি গ্রহণ করেছে দলটি। কর্মসূচির মধ্যে মহানগর ও জেলা আ’লীগের উদ্যোগে সন্ধ্যায় দলীয় কার্যালয়ে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল, সদর থানা আ’লীগ ও শ্রমিক লীগের উদ্যোগে সন্ধ্যা ৭টায় দলীয় কার্যালয়ে কেক কাটা, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের উদ্যোগে দলীয় কার্যালয়ে বিকেল ৪টায় আলোচনা সভা, দোয়া ও কেককাটা এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ। 
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) : শেখ রাসেল দিবস উদ্্যাপনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয়। দিবসে সকাল ১০টায় স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের সম্মুখে বৃক্ষরোপণ, সাড়ে ১০টায় স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ, আসব বাদ কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া অনুষ্ঠান এবং সন্ধ্যা ৬টায় অডিটরিয়ামে শহিদ শেখ রাসেলের জীবনভিত্তিক ডকুমেন্টারী প্রদর্শন অনুষ্ঠিত হবে।

্রিন্ট

আরও সংবদ