খুলনা | সোমবার | ১২ মে ২০২৫ | ২৮ বৈশাখ ১৪৩২

সাবেক বিচারপতি গোলাম রাব্বানীর ইন্তেকাল

খবর প্রতিবেদন |
০১:১৭ এ.এম | ১৫ নভেম্বর ২০২২


সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি গোলাম রাব্বানী মারা গেছেন। সোমবার দুপুর পৌনে ১টায় ঢাকার গুলশানের বাসভবনে তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৮৫ বছর। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান জানিয়েছেন, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন বিচারপতি গোলাম রাব্বানী।
তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। গোলাম রাব্বানী ১৯৯২ সালের ১৮ ফেব্র“য়ারি হাই কোর্ট বিভাগের বিচারক হিসেবে নিয়োগ পান। ২০০১ সালের ১১ জানুয়ারি তিনি আপিল বিভাগের বিচারক হন। পরের বছর ২০০২ সালের ১০ জানুয়ারি অবসরে যান।

্রিন্ট

আরও সংবদ