খুলনা | বৃহস্পতিবার | ০৩ জুলাই ২০২৫ | ১৯ আষাঢ় ১৪৩২

মা হওয়ার গুঞ্জন উড়িয়ে দিলেন রুবিনা

খবর বিনোদন |
০১:২০ পি.এম | ০৩ ডিসেম্বর ২০২২


হিন্দি টেলিভিশনের জনপ্রিয় মুখ রুবিনা দিলায়েক। একের পর এক রিয়েলিটি শোতে দেখা যাচ্ছে অভিনেত্রীকে। ‘বিগ বস ১৪’-র জয়ী রুবিনা। এই মুহূর্তে তার হাতে রয়েছে অনেক কাজ। এরই মধ্যে গুঞ্জন উঠেছে, মা হতে চলেছেন রুবিনা দিলায়েক।

২০১৮ সালের জুন মাসে অভিনেতা অভিনব শুক্লার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন রুবিনা। তবে বিয়ের মাস কয়েক পর থেকেই শুরু হয় মনোমালিন্য। তবে ‘বিগ বস’-এর ঘরে সম্পর্কের শীতলতা কাটে রুবিনা-অভিনবের। কয়েক দিন আগে রুবিনাকে দেখা যায় ক্লিনিকে। সে সময় এই দম্পতিকে ক্যামেরাবন্দি করেন আলোকচিত্রীরা। তারপর থেকেই গুঞ্জন, রুবিনা-অভিনব নাকি মা-বাবা হতে চলেছেন! মুহূর্তেই ছড়িয়ে পড়ে রুবিনা মা হচ্ছেন।

অবশেষে বিষয়টি নিয়ে মুখ খোলেন অভিনেত্রী। রুবিনা বলেন, ‘আদ্যোপান্ত ভ্রান্ত ধারণা। এবার থেকে কোনো কাজের কথা বলতে গেলেও চারদিক দেখে নিতে হবে, সেই অঞ্চলের আশপাশে কোনো ক্লিনিক রয়েছে কি না। তবে এসব খবরে আমার কিছুই যায়-আসে না। উল্টে হাসি পায় এই ধরনের রটনায়।’

‘শক্তি : অস্তিত্ব এক এহ্সাস কি’ সিরিয়ালে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন রুবিনা দিলায়ক। সদ্য শেষ হওয়া ‘ঝলক দিখলা যা’-তে দেখা গিয়েছিল রুবিনাকে।

্রিন্ট

আরও সংবদ