খুলনা | রবিবার | ১৩ জুলাই ২০২৫ | ২৯ আষাঢ় ১৪৩২

সাংবাদিক মোশারফ হোসেনের শ্বশুর লাল মিয়া মুন্সির ৩য় মৃত্যুবার্ষিকী পালিত

খানজাহান আলী থানা প্রতিনিধি |
১২:৩১ এ.এম | ০৪ ডিসেম্বর ২০২২


খানজাহান আলী থানা প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক সময়ের খবরের খানজাহান আলী থানা প্রতিনিধি মোশারফ হোসেনের শ্বশুর মরহুম লাল মিয়া মুন্সির আত্মার মাগফিরাত কামনায় কোরআনখানি মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়। গতকাল ছিল তৃতীয় মৃত্যুবার্ষিকী। 
শনিবার মরহুমের যশোর জেলার অভয়নগর থানার সিদ্ধিপাশা ইউনিয়নের আমতলা গ্রামের বাসভবনে সকাল থেকে কোরআনখানির আয়োজন করা হয়। যোহরবাদ মিলাদ মাহফিল ও দোয়া করা হয়। এ সময় সিদ্ধিপাশা ইউনিয়নের চেয়ারমান আবুল কাশেম, ইউপি সদস্য আকরাম হোসেন, আজগর আলী, খানজাহান আলী থানা প্রেস ক্লাবের সাংবাদিকবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন আমতলা বাজার আলী নূর জামে মসজিদের ইমাম হুমায়ুন কবির। 
উলে­খ্য সাংবাদিক মোশারফ হোসেন এর শ্বশুর  লাল মিয়া মুন্সি ২০১৯ সালের ৩ নভেম্বর ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থান ইন্তেকাল করেন
 

্রিন্ট

আরও সংবদ