খুলনা | শুক্রবার | ০৯ মে ২০২৫ | ২৬ বৈশাখ ১৪৩২

যে কারণে মেসিকে আলখেল্লায় জড়ান কাতারের আমির

ক্রীড়া প্রতিবেদক |
০১:৫৩ পি.এম | ১৯ ডিসেম্বর ২০২২


আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের পর লিওনেল মেসিকে আলখেল্লা পরিয়ে দেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। কাতারের সম্মানজনক এই পোশাকের নাম 'বিস্ত'। এটি পরেই বিশ্বকাপের ট্রফি নিয়ে উদযাপন করেন মেসি। তবে পশ্চিমা বিশ্ব এ নিয়ে কাতারের সমালোচনা করেছে।

কাতার সংস্কৃতিকে সাধারণত এ পোশাক পরেন মন্ত্রী পর্যায়ের ব্যক্তিরা। বিশ্বকাপ জেতায় মেসিকে সম্মানের প্রতীক হিসেবে এমন পোশাক পরানো হয়েছে।

কাতারে মূলত গুরুত্বপূর্ণ এবং ভিআইপিরা এ পোশাক পরে থাকেন। সামাজিক মাধ্যমে এ নিয়ে বিরূপ মন্তব্যের ঝড় বয়ে গেলেও এ নিয়ে বিন্দুমাত্র মাথা ঘামাননি লিওনেল মেসি।

মেসিকে কাতারি পোশাকে আবৃত করার ঘটনার সমালোচনা করে খবর প্রকাশ করেছে ডেইলি মেইলসহ পশ্চিমা অনেক সংবাদমাধ্যম। তারা দাবি করেছে যে, এই পোশাকের মাধ্যমে মেসির জার্সির বদলে আয়োজক দেশকেই তুলে ধরা হয়েছে।

তবে এমন বিষয়কে সমালোচনা করার বিষয় হিসেবে দেখছেন না ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আব্দুল্লাহ মারুফ। টুইটবার্তায় তিনি লিখেছেন, 'কাতারের সংস্কৃতি অনুসারে কাউকে সম্মান ও শ্রদ্ধা করে বিস্ত পরানো হয়। বিশ্বকাপ জেতার কারণে মেসিকে সম্মান করে কাতারের আমির এ পোশাক পরিয়েছেন। পশ্চিমা গণমাধ্যমের উচিত ভিন দেশের সংস্কৃতিকে সম্মান জানানো।'

্রিন্ট

আরও সংবদ