খুলনা | মঙ্গলবার | ২০ মে ২০২৫ | ৬ জ্যৈষ্ঠ ১৪৩২

পূর্বাভাসেই দাম বৃদ্ধির বোঝা চাপে

এলপিজি’র মূল্য কমানোর সুফল পাচ্ছে না ভোক্তারা!

নিজস্ব প্রতিবেদক |
০১:২৩ এ.এম | ০৫ জানুয়ারী ২০২৩


‘গ্যাসের মূল্য কমানোর ঘোষণা দেখি খবরের পাতায়, তবে বাস্তবে কমে না। আবার দাম বাড়ানোর পূর্বাভাস পেলেই বিক্রেতারা আগে ভাগেই দাম বাড়িয়ে দেন। তাহলে মূল্য কমানোর সুফল তো আর আমরা পেলাম না।’ গতকাল বুধবার রূপসা মোড়ের দোকান থেকে গ্যাস কিনতে এসে একজন গৃহিণী এমনি অভিব্যক্তি প্রকাশ করেন। তবে নাম-ঠিকানা প্রকাশ করতে অপরাগতা প্রকাশ করেন তিনি।
এর আগে দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। বেসরকারি খাতে ১২ কেজি সিলিন্ডারের এলপিজি মূসকসহ সর্বোচ্চ খুচরা মূল্য ১ হাজার ২৯৭ টাকা থেকে ৬৫ টাকা কমিয়ে ১ হাজার ২৩২ টাকা নির্ধারণ করা হয়। গতকাল বুধবার থেকেই এ দাম কার্যকর হবার নির্দেশনা ছিল।
এদিকে একাধিক দোকানে খোঁজ নিয়ে জানা গেছে, খুলনা শহরে গতকাল ১২ কেজি’র ওমেরা ১৪০০ টাকা, বসুন্ধরা ১৪৫০ টাকা, ডিএম ১৩৫০ টাকা ও লাফস্ ১৩৮০ টাকা দরে বিক্রি হয়েছে।
টুটপাড়া মেইন রোডের মিতু এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোঃ মিলন সেখ বলেন, “কোম্পানি থেকে দাম না কমালে আমরা কিভাবে কমাবো? আজ তিনদিন ধরে আমার দোকানে ওমেরা গ্যাস নেই। কোম্পানি বলছে, গ্যাস সংকট। এদিকে খরিদার এসে বলছে গ্যাসের দাম কমছে, কি একটা অবস্থা!”
তিনি জানান, ১২ কেজি’র ওমেরা ১৪০০ টাকায়, বসুন্ধরা ১৪৫০ টাকায়, ডিএম ১৩৫০ টাকায় ও লাফস্ ১৩৮০ টাকায় বিক্রি করতে হচ্ছে।
গল­ামারী এলাকার বাসিন্দা কবিরুল ইসলাম বলেন, সরকার একটা মূল্য নির্ধারণ করে দিলো; বাজারে সেটার বাস্তবায়ন হচ্ছে কি না-সেটা দেখার জন্য তো কোনো মনিটরিং নেই। ফলে এলপিজি’র মূল্য কমানোর সুফল পাচ্ছি না ভোক্তারা। তবে মূল্য বৃদ্ধির কোনো পূর্বাভাস পেলেই দাম বৃদ্ধির বোঝা চাপে ভোক্তাদের ঘাড়ে।
খুলনা এলপি গ্যাস ব্যবসায়ী মালিক সমিতির শেখ মোঃ তোবারেক হোসেন তপু বলেন, “পরিবেশকরা বলছে, কোম্পানি তো দাম কমাচ্ছে না। ওদিকে, বিইআরসি দাম কমিয়েছে। তাহলে সরকারের নির্দেশনা মানছে না ওরা। গোজামিল দিয়ে চলছে আর কি।”
তিনি আরও বলেন, গ্যাসের দাম কিছুটা কমেছে। তবে বিইআরসি’র ঘোষিত মূল্যের জায়গায় আসেনি।
খুলনার অন্যতম পরিবেশক মেসার্স মাসুম ব্রাদার্সের কর্ণধর সৈয়দ আমিনুল ইসলাম পারভেজ বলেন, “বিইআরসি কমিয়েছে ৬৫ টাকা, আর কোম্পানি প্রতি ১২ কেজি গ্যাসে কমিয়েছে ২০ থেকে ২৫ টাকা মাত্র। তাহলে আমরা কিভাবে সরকার ঘোষিত মূল্যে গ্যাস ব্যবসায়ীদের কাছে সরবরাহ করবো? গেল বছরের দুই/এক মাস সরকার ঘোষিত মূল্যের সাথে কোম্পানির দামের মিল ছিল; বাকীটা সময় কখনোই মূল্য হ্রাসের সুসফল সাধারণ মানুষ পায় না। আমরাও চাই, সাধারণ জনগণ মূল্য হ্রাসের সুধিবা পাক।” 
তিনি আরও জানান, ওমেরা ২৫ টাকা, যুমনা ২০ টাকা, সেনা ২৫ টাকা ও বসুন্ধরা ২০ টাকা করে কমিয়েছে। তাহলে সরকারের ঘোষণাই তো বাস্তবায়ন হচ্ছে না বাজারে।

্রিন্ট

আরও সংবদ