খুলনা | রবিবার | ০৬ জুলাই ২০২৫ | ২১ আষাঢ় ১৪৩২

কুয়েট সড়কের প্রবেশদ্বার সড়কের পুরাতন কালভার্ট ধস, ঝুঁকি নিয়ে চলছে যানবাহন

খানজাহান আলী থানা প্রতিনিধি |
০১:৪০ এ.এম | ২৫ জানুয়ারী ২০২৩


খুলনা প্রকৌশল ও প্রযুুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অত্যন্ত ব্যস্ততম সড়কের প্রবেশদ্বার ফুলবাড়িগেটের দীর্ঘদিনের পুরাতন একটি পরিত্যক্ত কালভাট ভেঙে ধসে পড়েছে। সড়কটির মাঝ বরাবর বড় একটি অংশের কালভার্টের স্লাব ভেঙে পড়ায় চরম ঝুঁকি নিয়ে সড়কটি দিয়ে চলছে যানবাহন। গত তিন দিন অতিবাহিত হলেও গুরুত্বপূর্ণ ব্যস্ততম এই সড়কের ভেঙে যাওয়া অংশ সংস্কারে এগিয়ে আসেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ভোগান্তির মধ্যে দিয়ে চরম ঝুঁকি নিয়ে সড়কটি দিয়ে চলাচলা করছে কুয়েট, শিক্ষক প্রশিক্ষণ মহাবিদ্যালয়, এইচএসটিটিআই, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, গভঃ ল্যাবরেটরি হাই স্কুলসহ বিভিন্ন প্রতিষ্ঠানে যানবাহন। 
স্থানীয়রা জানান, সড়কে দীর্ঘদিনের পুরাতন একটি পরিত্যক্ত কালভার্টের কিছু অংশ গত ২১ জানুয়ারী হঠাৎ করে ধসে পড়ে। পরবর্তীতে সময় যত অতিবাহিত হচ্ছে ক্রমেই সড়টির মাঝ বরাবর পরিত্যক্ত কালভার্টটির স্লাবের প্রায় ৭/৮ ফিট অংশ ভেঙে ধসে পড়েছে। স্থানীয় ইজিবাইক চালকরা ক্ষতিগ্রস্ত স্থানে লাল ফ্লাগ দিয়ে নিশানা টানিয়ে দেয়। 
মঙ্গলবার সড়কটি ক্ষতিগ্রস্ত স্থান সরেজমিন গিয়ে দেখে যায় ব্যস্ততম সড়কটি দিয়ে প্রতি মিনিটে প্রায় ৫/৭টি ছোট বড় যান অত্যন্ত ঝুঁকিপূর্ণ ভাবে চলাচল করছে। সড়কের বড় একটি অংশ ভেঙে যাওয়ায় যে কোন সময় গাড়ির চাকা ভাঙা অংশে পড়ে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছে স্থানীয়রা। 
এ বিষয়ে দিঘলিয়া উপজেলা সহকারী প্রকৌশলী আবু তারেক সাইফুল কামাল বলেন, কালভার্ট ভেঙে পড়ার  খবরটি শুনে ঘটনাস্থলে গিয়ে সরেজমিনে দেখেছি। এলাকাবাসী ভাঙা কালভার্টের স্থানে লাল নিশানা সেটে দিয়েছে। ব্যস্ততম গুরুত্বপূর্ণ সড়কটির কালভার্টটি জরুরি মেরামতের জন্য করণীয় বিষয়ে উর্ধ্বতন কর্মকর্তার সাথে আলোচনা হয়েছে। কালভার্টটি ভেঙে করতে সময় লাগবে আপাতত চলাচলের উপযোগী করতে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

্রিন্ট

আরও সংবদ