খুলনা | বুধবার | ০৬ অগাস্ট ২০২৫ | ২১ শ্রাবণ ১৪৩২

সাবেক সচিব ড. প্রশান্ত রায়ের দাকোপে গণসংযোগ

দাকোপ প্রতিনিধি |
১১:৪৫ পি.এম | ২৫ জানুয়ারী ২০২৩


দাকোপ উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন বাংলাদেশ সরকারের সাবেক সচিব ড. প্রশান্ত কুমার রায়। তিনি গত মঙ্গলবার দুপুর ২টায় বাজুয়ার হাটে গণসংযোগ ও পথসভা করেন। এরপর কৈলাশগঞ্জ ইউনিয়নের ত্রিমোহনী, দাকোপ ইউনিয়নের রাশখোলা মন্দির, চালনার বারুইখালী, গোড়কাঠি মোড় ও আচাভুয়া বাজারে গণসংযোগ করেন। জনসংযোগ শেষে সন্ধ্যায় চালনা পৌরসভার বৌমার গাছতলা পৌরসভা মতুয়া মহাসংঘের নেতাদের সাথে বৈঠক করেন। সেখানে বক্তব্য করেন, উপজেলা শ্রমিক লীগের সভাপতি ও চালনা পৌরসভা মতুয়া মহাসংঘের সভাপতি গোবিন্দ বিশ্বাস ও মতুয়া মহাসংঘের পৌরসভা কমিটির সাধারণ সম্পাদক অমরেশ চন্দ্র ঢালী। ড. প্রশান্ত রায় গণসংযোগকালে বলেন, বাংলাদেশ সরকারের দৃষ্টান্তমূলক উন্নয়নের কথা মানুষের সামনে তুলে ধরেন। তিনি বলেন উন্নয়নের এ ধারাকে বজায় রাখতে আওয়ামী লীগ সরকারকে আবারও ভোট দিয়ে ক্ষমতায় আনতে হবে। সফরসঙ্গী হিসেবে তাঁর সাথে উপস্থিত ছিলেন অধ্যাপক মিহির কুমার রায়, সাংবাদিক দীপক রঞ্জন রায়, ডাঃ কৃষ্ণপদ মন্ডল, এনামুল হক প্রমুখ।

্রিন্ট

আরও সংবদ