খুলনা | শুক্রবার | ০৪ জুলাই ২০২৫ | ২০ আষাঢ় ১৪৩২

দিঘলিয়া প্রেসক্লাবে শহিদুল সভাপতি তারেক সাধারণ সম্পাদক নির্বাচিত

দিঘলিয়া প্রতিনিধি |
১২:৩২ এ.এম | ০৪ ফেব্রুয়ারী ২০২৩


দীর্ঘ ৩২ বছর পর বিপুল উৎসাহ ও আনন্দ  মুখর পরিবেশে দিঘলিয়া প্রেসক্লাব দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ শহিদুর ইসলাম (দৈনিক সময়ের খবর) এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ হাবিবুর রহমান তারেক (দৈনিক প্রবাহ)। গতকাল শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রেসক্লাব কার্যালয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় । 
নির্বাচনে প্রেসক্লাবের ২৪ জন সদস্য ভোট প্রদান করেন। সভাপতি পদে মোঃ শহিদুল ইসলাম ১৫ ভোট পেয়ে নির্বাচিত হন এবং তার নিকটতম অপর দুই প্রার্থী মোঃ মনিরুল ইসলাম মোড়ল ৫ ও মলি­ক মোকসুদুর রহমান খোকন পান ৩ ভোট। সাধারণ সম্পাদক পদে মোঃ হাবিবুর রহমান তারেক ১৮ ভোট পেয়ে নির্বাচিত হন এবং তার নিকটতম কিশোর কুমার দে পান ৬ ভোট। নির্বাচনে অন্যান্য বিজয়ীরা হলেন সহ-সভাপতি গাজী জামসেদ ইসলাম সৌরভ, এস এম ওয়াহিদ মুরাদ (বিনা প্রতিদ্ব›িদ্বতায়), যুগ্ম-সাধারণ সম্পাদক পদে ১৮ ভোট পেয়ে নির্বাচিত হন কে এম আসাদুজ্জামান, তার নিকটতম প্রার্থী মোঃ রাজিব পান ৬ ভোট। সহ-সম্পাদক পদে ১৮ ভোট পেয়ে নির্বাচিত হন মোঃ মনিরুল ইসলাম তার নিকটতম প্রার্থী এস এম শামিম (২) পান ৬ ভোট। দপ্তর সম্পাদক মোঃ আশরাফ হোসেন ১৮ ভোট পেয়ে নির্বাচিত হন, তার নিকটতম প্রার্থী মোঃ রুবেল শেখ পান ৬ ভোট। এছাড়া বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিতরা হলেন কোষাধ্যক্ষ ওয়াসিক উল­াহ হুসাইনী রাজিব, প্রচার সম্পাদক মোঃ সালাউদ্দিন মোল­া, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ রানা মোল­া, তথ্য ও প্রযুক্তি সম্পাদক তেীহিদ রুপম। প্রেসক্লাব সদস্যদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে এই কার্যকরী পরিষদ ২ বছরের জন্য নির্বাচিত হয়। কার্যনির্বাহী সদস্য মোঃ জামাল হোসেন, আরিফুল ইসলাম হাসান ও এস এম শামীম (১) বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান খান নজরুল ইসলাম ফলাফল ঘোষণা করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোল­া আকরাম হোসেন ও সেনহাটী ইউনিয়নের বার বার নির্বাচিত চেয়ারম্যান গাজী জিয়া।

্রিন্ট

আরও সংবদ