খুলনা | শনিবার | ০২ ডিসেম্বর ২০২৩ | ১৭ অগ্রাহায়ণ ১৪৩০

টেকসই অবকাঠামো নির্মাণের মধ্যদিয়ে জাতি স্বত্তার পরিচয় বিশ্বদরবারে তুলে ধরতে চায় কৃতি শিক্ষার্থী ইফতি

নিজস্ব প্রতিবেদক |
১০:১৩ পি.এম | ০৮ ফেব্রুয়ারী ২০২৩

‘বছর না ঘুরতেই কোটি টাকা ব্যয়ে নির্মিত অবকাঠামো ধ্বসে পড়ে, এটা আমাকে খুব কষ্ট দেয়। আমি মনে করি- টেকসই অবকাঠামো নির্মাণের মধ্যদিয়ে বিশ্ববাসীর সামনে জাতির স্বত্তার পরিচয় তুলে ধরা যায়। আমি ইঞ্জিনিয়ার হয়ে সেটাই করতে চাই।’ এসএসসি’র পর সফল্যের ধারা অব্যাহত রেখে আজ এইচএসসিতেও গোল্ডেন প্লাস প্রাপ্তির পর অনুভূতি ব্যক্তের একপর্যায়ে এভাবেই ভবিষ্যতের স্বপ্ন প্রকাশ করলো ইফতেখার ফারহান ইফতি। খুলনার সরকারি সুন্দরবন আদর্শ মহাবিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে কৃতিত্বের স্বাক্ষর রাখলো সে। ইফতি সাংবাদিক এহতেশামুল হক শাওন এবং উদ্যোক্তা ও নারীনেত্রী মনিরা ইয়াসমিন রত্না দম্পতির পুত্র।

কৃতিত্বের সাথে সাফল্যের ধারা অব্যাহত রাখতে পারায় মহান সৃষ্টিকর্তা আল্লাহ্’র প্রতি শুকরিয়া আদায় করে ইফতি জানালো, উচ্চতর গণিত ও পদার্থ বিজ্ঞানের প্রতি ভীষন ভালবাসা তার। তাই স্বপ্নের পেশা ইঞ্জিনিয়ার হওয়াটা কিছুটা সহজসাধ্য হিসেবে চিহিৃত করছে সে। পড়াশুনা নিয়ে ইফতি এতোই ব্যস্ত থাকে যে শখের ক্রিকেট খেলা আর হয় না তার। তবে সুযোগ পেলেই প্রিয় খাবার কাচ্চি বিরিয়ানি খেতে এতোটুকু ছাড় নয় ইফতির।

এ প্লাস প্রাপ্তিতে মহান আল্লাহ্’র নিকট শুকরিয়া জ্ঞাপন করে সকলের দোয়া চেয়েছে ইফতি। একই সাথে সফলতার জন্যে শিক্ষক, মা-বাবা ও আত্মীয়-স্বজনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ভবিষ্যতে সাফল্যের ধারা অব্যাহত রাখতে সকলের দোয়া প্রার্থনা তার। নিজের পড়াশুনার পাশাপাশি ছোট বোন আরিশাকে নিয়মিত অধ্যাবসয়ী হতে সহযোগিতা করে ইফতি।

প্রিন্ট

আরও সংবাদ