খুলনা | রবিবার | ১৩ অক্টোবর ২০২৪ | ২৮ আশ্বিন ১৪৩১

খালেদা জিয়ার ব্যক্তিগত সহকারী আমিন আর নেই

খবর প্রতিবেদন |
০১:২৭ এ.এম | ২৫ ফেব্রুয়ারী ২০২৩


বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার ব্যক্তিগত সহকারী মাহবুব আল আমিন ডিউ আর নেই। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, রাত ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মাহবুব আল আমিন মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।

তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মরদেহ বগুড়া গাবতলী উপজেলায় নিজ গ্রামে পারিবারিক করবস্থানে দাফন করা হবে।

মৃত্যুর খবর পেয়ে বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসসহ দলীয় নেতা-কর্মীরা হাসপাতালে গেছেন বলেও জানান শায়রুল। 
 

্রিন্ট

আরও সংবদ