খুলনা | শুক্রবার | ৩১ মার্চ ২০২৩ | ১৬ চৈত্র ১৪২৯

ধর্ষণের অভিযোগে ভারতীয় কমেডিয়ান গ্রেফতার

খবর বিনোদন |
০৪:৩১ পি.এম | ১৭ মার্চ ২০২৩


ভারতীয় স্ট্যান্ড আপ কমেডিয়ান খয়ালী সহারনকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। চাকরি দেওয়ার নাম করে ২৫ বছরের এক তরুণীকে ধর্ষণের অভিযোগে হাতকড়া উঠেছে তার হাতে। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

এ প্রসঙ্গে পুলিশ জানিয়েছে, ঘটনাটি ঘটেছে গত সোমবার। চাকরি পাইয়ে দেওয়ার কথা বলে ওই তরুণীকে মানসরোবর এলাকার এক হোটেলে নিয়ে গিয়েছিলেন খয়ালী। এরপর মদ্যপান করে তিনি হোটেল কক্ষে অভিযোগকারী তরুণীকে ধর্ষণ করেন।

মানসরোবর থানার সাব-ইন্সপেক্টর সন্দীপ যাদব বলেন, ‘ওই নারীর দায়ের করা অভিযোগের পর কৌতুক অভিনেতার বিরুদ্ধে আইপিসি ধারা ৩৭৬ (ধর্ষণ) এর অধীনে একটি মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে।’

পুলিশ আরও জানিয়েছে, শ্রীগঙ্গানগরের বাসিন্দা ওই নারী একটি ফার্মে মার্কেটিং এক্সিকিউটিভ হিসেবে কাজ করতেন। তিনি অন্য এক নারীর মাধ্যমে প্রায় এক মাস আগে একটি কাজের জন্য সাহায্য চেয়ে কমেডিয়ানের সঙ্গে যোগাযোগ করেন।

খয়ালী কমেডিয়ান হিসেবে বেশ জনপ্রিয়। তিনি ‘ইন্ডিয়ান চ্যালেঞ্জ সিজন ২’-তে। কপিল শর্মার শোয়েও অতিথি হয়ে এসেছিলেন তিনি। এ ছাড়া তিনি আম আদমী পার্টির রাজনীতির সঙ্গেও যুক্ত আছেন।

জানা গেছে, ওই হোটেলের দুটি কক্ষ নিয়েছিলেন তিনি। একটি নিজের জন্য এবং অন্যটি ওই তরুণীর জন্য। তরুণীর অভিযোগ অনুযায়ী, কমেডিয়ান নিজে বিয়ার খান। দুই নারীকেও বিয়ার খেতে বাধ্য করেন। এরপর এক জন ঘর থেকে চলে গেলে ওই তরুণীকে ধর্ষণ করেন তিনি।

প্রিন্ট

আরও সংবাদ