খুলনা | শুক্রবার | ৩১ মার্চ ২০২৩ | ১৭ চৈত্র ১৪২৯

নগর স্বেচ্ছাসেবক লীগের দোয়া ও খাবার বিতরণ

ছাত্রজীবন থেকে বঙ্গবন্ধু দেশ ও জনগণ নিয়ে ভাবতেন : এমপি সেখ জুয়েল

খবর বিজ্ঞপ্তি |
০১:৩৩ এ.এম | ১৯ মার্চ ২০২৩


বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র ও খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল বলেছেন, স্বাধীন বাংলাদেশের স্থপতি বাঙালি জাতির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। শৈশব থেকেই গরীব দুঃখী মানুষদের ভালোবাসতেন, সাহায্য সহযোগিতা করতেন। ছাত্রজীবন থেকে তিনি দেশ ও জনগণ নিয়ে ভাবতেন। ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ পর্যন্ত প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন এবং স্বাধীনতা সংগ্রামে তাঁর অবদান অবিস্মরণীয়। তাঁর বলিষ্ঠ নেতৃত্বের কারণে বাংলাদেশ স্বাধীনদেশ হিসেবে বিশ্বদরবারে মাথা উঁচু করে দাঁড়াতে সক্ষম হয়েছে। বাঙালী জাতি একটি স্বাধীন পতাকা ও স্বাধীন দেশ পেয়েছে। তাই বাঙালি জাতি চিরকাল শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে বঙ্গবন্ধুকে স্মরণ করবে।
শনিবার দুপুর ২টায় খুলনা রেলস্টেশনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে খুলনা মহানগর স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত জন্মদিনের কেক কাটা ও দোয়া অনুষ্ঠান এবং পথশিশু ও দুস্থদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি এম এ নাসিমের সভাপতিত্বে ও  সাধারণ সম্পাদক এস এম আসাদুজ্জামান রাসেলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় সেখ জুয়েল আরো বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন ও সোনার বাংলা বিনির্মাণে তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার র্স্মাট বাংলাদেশ গড়ার লক্ষ্যে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। 
এ সময় বিশেষ অতিথি উপস্থিত ছিলেন মহানগর আ’লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সোনাডাঙ্গা থানা আ’লীগের সভাপতি সিদ্দিকুর রহমান বুলু বিশ^াস, কাউন্সিলর মোঃ শামসুজ্জামান মিয়া স্বপন, সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী ও স্বেচ্ছাসেবক লীগ নেতা ড. সাঈদুর রহমান, কাজী মোঃ জাহিদ হোসেন, ওয়ার্ড আ’লীগের আহবায়ক জামিরুল হুদা জহর, মুন্সি সেলিম হোসেন, জিয়াউল আহসান টিটু, জিয়াউর রহমান জিয়া, আব্দুর রহমান, কামাল হোসেন তোতা, স্বেচ্ছাসেবক লীগ নেতা মোঃ গোলাম মাওলা টিংকু, মোঃ মোজাহার হোসেন মোজ, কাজী ইউসুফ আলী মন্টু, মোঃ কামরুল ইসলাম, মোঃ রাজিব হোসাইন, মোঃ আকরাম হোসেন, মোঃ জিলহজ্জ হাওলাদার, আশরাফুল আলম বাবু, মোঃ জাহাঙ্গীর হোসেন, মোঃ নজরুল ইসলাম নবী, মোঃ তাজমুল হক তাজু, আসিফ ইকবাল সবুজ, মোঃ রবিউল ইসলাম প্রিন্স, মোঃ নাসির উদ্দীন, মোঃ ইসমাঈল হোসেন ইমন, মোঃ জাহাঙ্গীর হাসান, আসাদুল ইসলাম সানি, মোঃ দিদারুল আলম, মোঃ কবির হোসেন, দেলোয়ার হোসেন, রবিন ধর,  রফিকুল ইসলাম কাজল, মোঃ শহিদুল শিকদার সিহাব, মোঃ রায়হান উদ্দিন, সেলিম মৃধা, নাজমুল হক, মোঃ আমিরুল ইসলাম বাবু, মোঃ আব্দুল­াহ আল মামুন পিয়াল, মোঃ আসাদুজ্জামান লিপন, মোঃ জিয়া উদ্দিন মলি­ক তাজু, মোঃ হাফিজুর রহমান সুমন, আরিফুল ইসলাম অনিক, শেখ ইমরান হোসেন, রুপম তালুকদার, জাহিদুল ইসলাম, সোহাগ হোসেইন, মোঃ সোহেল রানা, মোঃ নাইম দেওয়ান, সাব্বির আহম্মেদ, ইজাজুল ইসলাম, এ কে এম জান্নাতুল ফেরদৌস, মোঃ রিপনুজ্জামান রিপন, মোঃ কবির হোসেন, মোঃ বায়োজিত হোসেন, মোঃ মাহাবুব, মোঃ মাসুদ চৌধুরী, মোঃ নাছির মৃধা, মোঃ আনিস শেখ, মোঃ জাহিদুল ইসলাম, শেখ নিয়াজ মোর্শেদ, মোঃ সম্রাট হাওলাদার, আবুল কালাম খন্দকার, নওয়াব আহম্মেদ, মোঃ মারুফ হোসেন,  লিটন মাহামুদ, দিদারুল আলম, মোঃ নাসির উদ্দিন, মোঃ শাহরিয়ান নেওয়াজ রাব্বি প্রমুখ।
 

প্রিন্ট

আরও সংবাদ