খুলনা | শুক্রবার | ৩১ মার্চ ২০২৩ | ১৬ চৈত্র ১৪২৯

নগর জাসাস আহবায়ক বাচ্চুসহ গ্রেফতার বিএনপি’র ৪ নেতা-কর্মী জেলহাজতে

নিজস্ব প্রতিবেদক |
০১:৫৬ এ.এম | ১৯ মার্চ ২০২৩


জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস খুলনা মহানগর শাখার আহবায়ক ইঞ্জিনিয়ার নূর ইসলাম বাচ্চুসহ বিএনপি’র ৪ নেতা-কর্মীকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। শনিবারের বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে শুক্রবার দিবাগত রাতে তাদের গ্রেফতার করে পুলিশ। গতকাল শনিবার তাদের জেলহাজতে প্রেরণের নির্দেশ দেয় আদালত।
গ্রেফতারকৃতরা হলেন জাসাস মহানগর শাখার আহবায়ক ইঞ্জিনিয়ার নূর ইসলাম বাচ্চু, নগর ছাত্রদলের সাবেক সভাপতি শরিফুল ইসলাম বাবু, ১নং ওয়ার্ড বিএনপি’র যুগ্ম-আহবায়ক সৈয়দ মাইনুল ইসলাম এবং ৮নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ মুশফিকুর রহমান চৌধুরী জনি। নাশকতা সৃষ্টির অভিযোগে পুলিশের দায়েরকৃত মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
 

প্রিন্ট

আরও সংবাদ