খুলনা | মঙ্গলবার | ১৩ মে ২০২৫ | ৩০ বৈশাখ ১৪৩২

পরোটা বানানো নিয়ে ঝগড়ার জেরে নায়িকার আত্মহত্যা!

খবর বিনোদন |
০১:৪৭ পি.এম | ২৯ মার্চ ২০২৩


ভোজপুরী নায়িকা আকাঙ্ক্ষা দুবের পর প্রয়াত ওড়িয়া নায়িকা রুচিস্মিতা গুরু। ঝুলন্ত অবস্থায় দেহ মিলল তার আত্মীয়ের বাড়ি থেকে। গত রোববার বোলানগির জেলায় ঘটেছে এই ঘটনা।

ভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, ঘরের সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় মেলে রুচিস্মিতার দেহ। ময়না তদন্তে পাঠিয়েছে পুলিশ। চলছে তদন্ত। ঘনাচ্ছে রহস্য। তবে পুলিশের অনুমান, আত্মঘাতী হয়েছেন নায়িকা।

রুচিস্মিতার মা গণমাধ্যমকে জানান, ঘটনার আগে নৈশভোজের সময়ে মা-মেয়ের বিবাদ বেঁধেছিল। আলু-পরোটা বানানো নিয়ে মায়ের সঙ্গে তুলকালাম। মায়ের দাবি, রুচিস্মিতা তার মাকে রাত ৮টা নাগাদ আলু পরোটা বানাতে বলেছিলেন। কিন্তু মা বলেছিলেন, রাত ১০টা নাগাদ বানাবেন।

তারপরেই এই কি এই ঘটনা? রুচিস্মিতার মা দাবি করেন, এর আগেও একাধিকবার আত্মহত্যা করার চেষ্টা করেছেন তার মেয়ে। রহস্যজনক এই মৃত্যুর তদন্তে নেমেছে ওড়িশার পুলিশ।

রুচিস্মিতা একাধিক গানের ভিডিওয়ে অভিনয় করেছিলেন। তা ছাড়া বিভিন্ন মঞ্চে শো করতে দেখা যেত তাকে। অন্যদিকে মাত্র ২৫ বছরেই পথচলা শেষ আকাঙ্ক্ষার। সিনেমার শুটিংয়ে গিয়ে আত্মঘাতী হয়েছেন বলে অনুমান পুলিশের। সেই ঘটনার তদন্ত এখনও চলছে।
 

্রিন্ট

আরও সংবদ