খুলনা | মঙ্গলবার | ১৩ মে ২০২৫ | ৩০ বৈশাখ ১৪৩২

ভারত থেকে চিংড়ি আমদানি নিষিদ্ধ করল সৌদি

খবর প্রতিবেদন |
১২:৪৮ পি.এম | ৩০ মার্চ ২০২৩


ভারত থেকে চিংড়ি আমদানিতে সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে সৌদি ফুড অ্যান্ড ড্রাগ অথরিটি (এসএফডিএ)।

ভারত থেকে আমদানি করা হিমায়িত চিংড়ি পণ্যগুলোতে হোয়াইট স্পট সিনড্রোম ভাইরাস (ডব্লিউএসএসভি) উপস্থিতি শনাক্ত করার পর এই স্থগিতাদেশ দেওয়া হয়েছে। খবর সৌদি গেজেটের

সৌদি ফুড অ্যান্ড ড্রাগ অথরিটি (এসএফডিএ) কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে যে, পরিবেশ, পানি ও কৃষি মন্ত্রণালয় সীমান্ত ক্রসিং দিয়ে আমদানি করা চিংড়িসহ সামুদ্রিক পণ্যের নমুনা সংগ্রহের নির্দেশ দেয়।

নমুনা পরীক্ষার সময় দেখা গেছে যে ভারত থেকে আমদানি করা হিমায়িত চিংড়ি পণ্যগুলিতে ডব্লিউএসএসভি রয়েছে এবং পরবর্তীতে কর্তৃপক্ষ অস্থায়ী নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছে।

এসএফডিএ জানিয়েছে, ভারতীয় পক্ষ সৌদিতে রফতানি করা পণ্যগুলোর সুরক্ষা নিশ্চিত করার জন্য পর্যাপ্ত গ্যারান্টি না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা অব্যাহত থাকবে।

হোয়াইট স্পট সিন্ড্রোম পেনাইড চিংড়ির একটি ভাইরাল সংক্রমণ। রোগটি অত্যন্ত প্রাণঘাতী এবং ছোঁয়াচে। এর ফলে চিংড়ি দ্রুত মারা যায়। যদিও এটি মানুষের স্বাস্থ্য বা খাদ্য নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করে না।
 

্রিন্ট

আরও সংবদ