খুলনা | মঙ্গলবার | ১৩ মে ২০২৫ | ৩০ বৈশাখ ১৪৩২

কালীগঞ্জে আবারও ড্রাম ভর্তি তেল চুরি পুলিশকে সন্ধান দিলেও ব্যবস্থা নেয়নি

ঝিনাইদহ প্রতিনিধি |
১২:৩২ এ.এম | ৩১ মার্চ ২০২৩


ঝিনাইদহের কালীগঞ্জ শহরে গভীর রাতে আবারও ব্যবসা প্রতিষ্ঠানে চুরি হয়েছে। সংঘবদ্ধ চোরেরা তিন ব্যবসা প্রতিষ্ঠান থেকে ৯টি তেল ভর্তি ড্রাম নিয়ে যায়। বুধবার মধ্যরাত থেকে ভোররাত পর্যন্ত এ চুরি সংঘটিত হয়। শহরের থানা সংলগ্ন মোল¬া স্টোর থেকে ৩ ড্রাম সয়াবিন, কলেজ রোডের শেখ এন্টারপ্রাইজের গোডাউনের সামনে থেকে ৪ ড্রাম সরিষার তেল ও কাশিপুর এলাকার জিয়া সবজি থেকে ২ ড্রাম সয়াবিন তেল চুরি করে নিয়ে যায় চোর চক্র।
সিটিটিভির ফুটেজে দেখা গেছে, একটি পিকআপে চোর চক্রের সদস্য ছিল ৭ জন। দু’টি ব্যবসা প্রতিষ্ঠানে একই চক্র চুরি করেছে বলে নিশ্চিত হওয়া গেছে। কাশিপুর এলাকার জিয়া সবজি ঘরে সিসিটিভি ফুটেজ না পাওয়ায় এই একই চক্র ছিল কিনা সেটি নিশ্চিত হওয়া যায়নি। তবে শেখ এন্টার প্রাইজ ও মোল¬া স্টোরে এই একই চক্র জড়িত। শেখ এন্টারপ্রাইজ থেকে চুরি করে যাওয়ার সময় নাইটগার্ড আক্তার হোসেনকে ধাক্কা মেরে পালিয়ে যায় চোর চক্রটি। 
কলেজরোড এলাকার নৈশ প্রহরী আক্তার হোসেন জানান, তার এলাকা বেশ বড়। অন্যদিক থেকে ঘুরে রাত ৪টার দিকে তিনি শেখ এন্টারপ্রাইজের দিকে আসছিলেন। এসময় একটি পিকআপে ড্রাম উঠিয়ে নিয়ে যাচ্ছে দেখে তাদের গতিরোধ করার চেষ্টা করেন। এসময় চোরেরা তাকে ধাক্কা মেরে চলে যায়। থানার পাশ থেকে এমন চুরির ঘটনায় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। 
এর আগে গত বছরের ৪ নভেম্বর মেইন বাসস্ট্যান্ড কোটচাঁদপুর রোড রায় স্টোর থেকে তেল ভর্তি তিনটি ড্রাম নিয়ে যায় চোরচক্র। দোকানের মালিক সঞ্জয় রায় কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। চুরি যাওয়া তেলের একটি সম্ভব্য সন্ধান দিলেও থানা পুলিশ কর্ণপাত করেনি বলে তিনি অভিযোগ করেন।
কালীগঞ্জ থানার ওসি আব্দুর রহিম মোল­া জানান, তেল চুরির অভিযোগ পেয়ে আমাদের অফিসাররা কাজ শুরু করেছে। আমরা জনগণের জানমাল রক্ষায় কাজ করে যাচ্ছি। 
 

্রিন্ট

আরও সংবদ