খুলনা | মঙ্গলবার | ১৩ মে ২০২৫ | ৩০ বৈশাখ ১৪৩২

ডুমুরিয়ার কুলবাড়িয়ায় পুকুরে পড়ে শিশুর মৃত্যু

চুকনগর (ডুমুরিয়া) প্রতিনিধি |
১২:৩২ এ.এম | ৩১ মার্চ ২০২৩


ডুমুরিয়ার চুকনগরে পুকুরে পানিতে পড়ে গিয়ে জোবায়ের হোসেন (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কুলবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার কুলবাড়িয়া গ্রামের শাহিন শেখের শিশু পুত্র জোবায়ের হোসেন (৪) বাড়ির পাশে খেলা করছিল। কোন এক সময় হাঁটতে হাঁটতে শিশুটি পাশে থাকা পুকুরে পড়ে যায়। পরিবারের লোকজন খোঁজাখঁজির আধা ঘন্টা পর পুকুর থেকে শিশুটিকে উদ্ধার করে। মুমূর্ষু অবস্থায় তাকে চিকিৎসার জন্য ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে সে মারা যায়। বিষয়টি নিশ্চিত করেছেন নিহত শিশুর কাকা শেখ শামীম হোসেন। মৃতদেহ বিকেলে কুলবাড়িয়া গ্রামের পারিবারিক কবর স্থানে দাফন করা হয়।
 

্রিন্ট

আরও সংবদ