খুলনা | মঙ্গলবার | ১৩ মে ২০২৫ | ৩০ বৈশাখ ১৪৩২

মোরেলগঞ্জে ৩য় বারের মত ইয়াবাসহ বহিস্কৃত ছাত্রলীগ নেতা আটক

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট ও মোরেলগঞ্জ প্রতিনিধি |
১২:৩৪ এ.এম | ৩১ মার্চ ২০২৩


বাগেরহাটের মোরেলগঞ্জে তৃতীয় বারের মত ইয়াবাসহ বহিস্কৃত ছাত্রলীগ নেতা ইব্রাহিম ফরাজীকে (৩০) আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বৃহস্পতিবার বেলা ১১টায় মোরেলগঞ্জ পৌর শহরের এসএম কলেজ সংলগ্ন আদর্শপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২০৯ পিস ইয়াবা উদ্ধার হয়।
ওই এলাকার আব্দুল কাদের ফরাজীর ছেলে ইব্রাহীম ফরাজি মোরেলগঞ্জ পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। ২০১৯ সালে ৮ জুলাই র‌্যাবের হাতে ২৫০ পিস ইয়াবাসহ আটক হন তিনি। পরবর্তীতে এ বছরের ২৫ ফেব্র“য়ারি রাতে ১৪০ পিস ইয়াবাসহ তাকে আটক করে মোরেলগঞ্জ থানা পুলিশ। এই নিয়ে তিনবার ইয়াবাসহ আটক হলেন তিনি। প্রতিবারই তার নামে মামলা হয় এবং কারাগারেও যায়। জামিনে মুক্ত হয়ে আবারও মাদক ব্যবসা শুরু করেন তিনি। 
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বাগেরহাটের পরিদর্শক মিলন কুমার ব্যানার্জী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ইব্রাহিম ফরাজীর বসতবাড়িতে অভিযান চালিয়ে ২০৯ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়। এ ঘটনায় মাদক নিয়ন্ত্রণ আইন মামলা দায়ের করে তাকে  মোরেলগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। 

্রিন্ট

আরও সংবদ