খুলনা | মঙ্গলবার | ১৩ মে ২০২৫ | ৩০ বৈশাখ ১৪৩২

ভারতে মন্দিরের মেঝে ধস, নিহত বেড়ে ১২

খবর প্রতিবেদন |
০১:২৮ এ.এম | ৩১ মার্চ ২০২৩


ভারতের ইন্দোরের একটি মন্দিরের মেঝে ধসে গভীর কূপে পড়ে গেছেন ৩০ পুণ্যার্থী। দুর্ঘটনাটি ঘটেছে রাম নবমী উপলক্ষে মন্দিরে অতিরিক্ত ভিড়ের কারণে। এ ঘটনায় উদ্ধার অভিযান শুরু হয়েছে। এরই মধ্যে ১৭ জনকে উদ্ধার করা হয়েছে। খবর এনডিটিভির। 
স্থানীয় সংবাদমাধ্যমগুলোর তথ্যমতে, বৃহস্পতিবার রাম নবমীর পূজা উপলক্ষে বহু পুণ্যার্থী ইন্দোরের প্যাটেল নগরের মহাদেব ঝুলেলাল মন্দিরে গিয়েছিলেন। সেই ভিড়ের কারণেই মেঝের কংক্রিটের স্ল্যাব ভেঙে কূপের মধ্যে পড়ে যান ৩০ পুণ্যার্থী। খবর পেয়েই ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযানে নামে পুলিশ ও উদ্ধারকারী দল।
খবরে আরও বলা হয়েছে, প্যাটেল নগরের মহাদেব ঝুলেলাল মন্দির চত্বরে বহু পুরনো ও গভীর একটা কূপ রয়েছে। যদিও বর্তমানে সেটা ব্যবহৃত হয় না। কংক্রিটের স্ল্যাব দিয়ে সব সময় কূপের মুখ বন্ধ থাকে।
এদিন রাম নবমী উপলক্ষে মন্দিরে ভিড় করা অনেকেই ওই কূপের কথা জানতেন না। ফলে ওই কূপের স্ল্যাবের ওপরও চড়ে বসেন অনেকে। অধিক ভিড়ের জেরেই কংক্রিটের স্ল্যাবটি ভেঙে পড়ে। এতে কূপের মধ্যে পড়ে যান ওই ৩০ পুণ্যার্থী। 
পুলিশ ও স্থানীয় প্রশাসন কূপে দড়ি ফেলে পুণ্যার্থীদের উদ্ধারের চেষ্টা করছে। এখন পর্যন্ত ১৭ জনকে উদ্ধার করা হয়েছে। এখনো উদ্ধার কাজ চলছে। আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য এ্যাম্বুলেন্সেরও ব্যবস্থা রাখা হয়েছে।
 

্রিন্ট

আরও সংবদ