খুলনা | মঙ্গলবার | ১৩ মে ২০২৫ | ৩০ বৈশাখ ১৪৩২

ডাক্তার হয়ে মানুষের সেবা করতে চায় ‘ক্ষুদে গানরাজ’ চ্যাম্পিয়ন সঙ্গীত শিল্পী মালিহা

নিজস্ব প্রতিবেদক |
০১:৩৩ এ.এম | ৩১ মার্চ ২০২৩


আর্মড ফোর্সেস মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন ‘মেরিডিয়ান-চ্যানেল আই ক্ষুদে গানরাজ’-এর চতুর্থ আসরের চ্যাম্পিয়ন ফাইরুজ মালিহা। সরকারি এই কলেজে ১০০টি সিটের বিপরীতে পরীক্ষা দিয়েছেন প্রায় ঊনপঞ্চাশ হাজারেরও বেশি শিক্ষার্থী। ২০২২-২৩ সেশনে কৃতিত্বের সঙ্গে মেধা তালিকায় স্থান পান খুলনার এই মেয়ে। এমন সাফল্যে তার পরিবারে এখন খুশির জোয়ার বইছে। মালিহা আগামীতে একজন চিকিৎসক হিসাবে দেশের মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। 
ফাইরুজ মালিহা জানান, উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর অন্যরা প্রায় তিন মাসেরও বেশি সময় পায় কিন্তু আমি সে সময়টুকু পাইনি। আড়াই মাসের মত সময় পেয়েছি। অনেক কষ্ট হয়েছে তারপরও আমি অনেক খুশি।
তিনি বলেন, ‘সারা বাংলাদেশ থেকে এখানে পরীক্ষা দিয়েছে ঊনপঞ্চাশ হাজার শিক্ষার্থী। সব কোটা মিলিয়ে ১০০টি সিটের বিপরীতে এবার ছেলে ৪১ জন এবং ৫৮ জন মেয়ে চান্স পেয়েছে, তারমধ্যে আমি একজন। চান্স পেয়েছি এতেই অনেক খুশি। আমার বাসার সবাই অনেক বেশি খুশি, স্যাররাও খুশি। ইতিমধ্যে ভর্তি প্রক্রিয়াও শেষ করেছি। ঈদের পর ক্লাস শুরু হবে।’
গান প্রসঙ্গে সঙ্গীতশিল্পী মালিহা বলেন, ‘পড়াশোনার জন্য গানে খুব একটা মনোযোগ দিতে পারিনি। অনেকগুলো গান প্রস্তুত থাকলেও প্রকাশ হয়েছে মাত্র একটি গান। এই জায়গাটাতে আমি অনেকটাই পিছিয়ে। ভাবছি, নতুন করে আবার শুরু করবো কিন্তু কতটুকু পারবো জানি না। যেহেতু এটা সরকারি এবং বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত তাই অনেক রেস্ট্রিকশনের মধ্যে থাকতে হবে। সবকিছু মিলিয়ে যতটুকু সম্ভব চেষ্টা তো থাকবেই।’
খুলনার মেয়ে ফাইরুজ মালিহা তিন বছর বয়স থেকে গান শেখা শুরু করেন। ছোটবেলায় নাচও শিখেছেন তিনি। গান ও নাচের উপর জাতীয় পুরস্কারও অর্জন করেন এ ক্ষুদে তারকা। তার ছোট বোন ফাইরুজ লাবিবা ২০১৯ সালের ‘গানের রাজা’র চ্যাম্পিয়ন। খুলনা সরকারি পাইওনিয়ার কলেজ থেকে এ বছর বিজ্ঞান শাখায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হন মালিহা।
ক্ষুদে গানরাজ মালিহার বাবা রেইনবো ইকো রির্সোট’র সিইও এস এম আব্দুল­াহ আল মামুন ও মাতা ঢাকা হাইকোর্ট-এর আইনজীবী সুলতানা আফরোজ।

্রিন্ট

আরও সংবদ