খুলনা | শনিবার | ১০ জুন ২০২৩ | ২৭ জ্যৈষ্ঠ ১৪৩০

সংসদ সদস্য নারায়ণ চন্দ্র চন্দকে স্মারকলিপি প্রদান ব্যক্তিমালিকানাধীন জুট মিল শ্রমিক নেতৃবৃন্দের

খানজাহান আলী থানা প্রতিনিধি |
০১:৩৫ এ.এম | ৩১ মার্চ ২০২৩


বেসরকারি পাট, সুতা, বস্ত্রকল শ্রমিক-কর্মচারী ফেডারেশনের নেতৃবৃন্দ বৃহস্পতিবার সকাল ১০টায়  খুলনা-৫ আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপির সাথে ডুমুরিয়া বাসভবনে মতবিনিময় করেন। 
মতবিনিময়কালে শ্রমিক-কর্মচারী ফেডারেশনের নেতৃবৃন্দ আটরা ও শিরোমনি শিল্প  এলাকায় বছরের পর বছর শ্রম আইনকে তোয়াক্কা না করে ব্যক্তিমালিকানাধীন  মহসেন, আফিল ও জুট স্পিনার্স জুট মিল মালিকের নিকট শ্রমিকদের চূড়ান্ত পাওনা পরিশোধের বিষয়ে নারায়ণ চন্দ্র চন্দ এমপির আশু হস্তক্ষেপ কামনা করেন। এছাড়া আফিল ও  জুট স্পিনার্স মিলে সকল শ্রমিকদের  টাকা পরিশোধ না করে নিজেদের পচ্ছন্দ মাফিক কয়েকজন শ্রমিককে টাকা দিয়ে জোরপূর্বক স্টাম্পে স্বাক্ষর রাখা হয়েছে বলেও এমপিকে অবহিত করেন। পরে শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে আফিল, জুট স্পিনার্স ও মহসেন জুট মিলের শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধসহ ন্যায় সঙ্গত দাবি আদায়ের লক্ষ্যে নারায়ণ চন্দ্র চন্দ এমপির নিকট স্মারকলিপি প্রদান করেন।  
এ সময় উপস্থিত ছিলেন খানজাহান আলী থানা আ’লীগের সভাপতি শেখ আবিদ হোসেন, বেসরকারি পাট, সুতা, বস্ত্রকল শ্রমিক-কর্মচারী ফেডারেশনের সভাপতি শেখ আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক ও মহসেন জুট মিল ওয়ার্কার্স ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রসুল খান, আফিল জুট মিল মজদুর ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ নিজাম উদ্দিন, জুট স্পিনার্স মিলের সভাপতি মোঃ শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, বেসরকারি পাট, সুতা, বস্ত্রকল শ্রমিক-কর্মচারী ফেডারেশনের প্রচার সম্পাদক সাইফুল­াহ তারেক, মোঃ আলাউদ্দিন, মোঃ জয়নাল, জাহাঙ্গীর, সাংবাদিক মিহির রজ্ঞন বিশ্বাসসহ বিভিন্ন জুট মিলের শ্রমিক নেতৃবৃন্দ। 
এদিকে আগামীকাল ১ এপ্রিল শনিবার বিকেল ৩ টায় আফিল জুট মিলের সকল শ্রমিক-কর্মচারীদের চূড়ান্ত পাওনার হিসাব শ্রম পরিচালক বরাবর দাখিল এবং অতিদ্রুত এককালীন পরিশোধের দাবিতে খুলনা যশোর মহাসড়কের আফিলগেটে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে বলে জানান শ্রমিক নেতারা।

প্রিন্ট

আরও সংবাদ