খুলনা | শনিবার | ৩০ সেপ্টেম্বর ২০২৩ | ১৫ আশ্বিন ১৪৩০

প্রেসক্লাব যশোরের সাবেক সম্পাদক মতিনুজ্জামান মিটুর ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক, যশোর |
০১:৪৬ এ.এম | ০৫ এপ্রিল ২০২৩


প্রেসক্লাব যশোরের সাবেক সম্পাদক প্রবীণ সাংবাদিক নেতা মতিনুজ্জামান মিটু ইন্তেকাল করেছেন (ইন্নালিল­াহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন...আমরা তো আল­াহর এবং আমরা আল­াহর কাছেই ফিরে যাবো)। সোমবার রাতে তিনি ঢাকায় হৃদরোগ ইনস্টিটিউটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মঙ্গলবার দুপুর ২টায় তার মরদেহ প্রেসক্লাব যশোর চত্বরে আনা হয়। সেখানে তার প্রতি শেষ শ্রদ্ধা জানান প্রেসক্লাবসহ সাংবাদিকদের বিভিন্ন সংগঠন। পরে কাজীপাড়া কাঁঠালতলাস্থ জামে মসজিদ চত্বরে বাদ আছর তার নামাজে জানাজা শেষে কারবালা কবরস্থানে দাফন করা হবে। সাংবাদিক মতিনুজ্জামান মিঠু এক কন্যা সন্তানের জনক।
কয়েক বছর আগে তাঁর স্ত্রী বিয়োগ হয়। এরপর তিনি নিজেও অসুস্থ হয়ে কয়েকবার হাসপাতালে গিয়েছেন। সর্বশেষ করোনাকালীন এবং গত প্রেসক্লাব যশোরের নিবার্চনের সময় তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। ওই সময় তিনি প্রেসক্লাব নির্বাচনে সভাপতি প্রার্থী ছিলেন।
মতিনুজ্জামান মিটু ঢাকার দৈনিক অর্থনীতি পত্রিকায় কর্মরত ছিলেন। তিনি আজকের কাগজসহ বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক কাগজে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি যশোর সাংবাদিক ইউনিয়নের দু’বার নির্বাচিত সাধারণ সম্পাদক ছিলেন। তাঁর মৃত্যুতে জেলার সাংবাদিক অঙ্গণে শোকের ছায়া নেমে এসেছে।

প্রিন্ট

আরও সংবাদ