খুলনা | রবিবার | ১১ মে ২০২৫ | ২৮ বৈশাখ ১৪৩২

কারাগারে বসে অংশ নিলো ৫ জন

এসএসসির প্রথম দিনে যশোর বোর্ডে অনুপস্থিত ১৮৩৪ পরীক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক |
১২:৫৯ এ.এম | ০১ মে ২০২৩


যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও সমমান পরীক্ষার রবিবার প্রথম দিনে ১ হাজার ৮৩৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এদিকে যশোর বোর্ডের আওতায় এবারের পরীক্ষায় কারাগারে বসে অংশ নিয়েছেন পাঁচ পরীক্ষার্থী।
যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ আহসান হাবীব বলেন, যশোর শিক্ষা বোর্ডের এসএসসির প্রথম দিন বাংলা (আবশ্যিক) প্রথম পত্রে ২৯৩টি কেন্দ্রে পরীক্ষার্থী ছিল ১ লাখ ৪৯ হাজার ৪৫৮ জন। তাদের মধ্যে ১ লাখ ৪৭ হাজার ৬২৪ জন পরীক্ষায় অংশ নিয়েছেন এবং ১ হাজার ৮৩৪ জন অনুপস্থিত ছিলেন। অনুপস্থিত শিক্ষার্থীর হার ১ দশমিক ২ শতাংশ। অনুপস্থিত পরীক্ষার্থীদের মধ্যে যশোরে সবচেয়ে বেশি ৩১৯ পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এছাড়া খুলনায় ২৩২ জন, বাগেরহাটে ১২০, সাতক্ষীরায় ১৭৫, কুষ্টিয়ায় ২১৭, চুয়াডাঙ্গায় ১৪৪, মেহেরপুরে ৯২, নড়াইলে ১১৫, ঝিনাইদহে ২৯৬ ও মাগুরায় ১২৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।
তিনি আরও বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কোনো পরীক্ষার্থী ও পরিদর্শক বহিষ্কার হননি। এবারের এসএসসি পরীক্ষায় আদালতের নির্দেশে খুলনা, যশোর, নড়াইল, ঝিনাইদহ ও কুষ্টিয়ার একজন করে মোট পাঁচজন শিক্ষার্থী কারাগারে বসে পরীক্ষায় অংশ নিয়েছেন।
এদিকে কারাগারে বসে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন খুলনার ফুলতলা উপজেলার শিক্ষার্থী রায়হান শেখ। খুলনা জেলা কারাগারে বসে এসএসসি পরীক্ষায় অংশ নেয় মানবিক বিভাগের এই শিক্ষার্থী। নারী ও শিশু নির্যাতন মামলার আসামি হিসেবে কারাগারে থাকায় তার আবেদনের পরিপ্রেক্ষিতে এই সুযোগ দেওয়া হয়। 
খুলনা জেলা কারাগারের জেলার মোঃ এনামুল কবির বলেন, নারী ও শিশু নির্যাতন মামলায় এক মাস ধরে কারাগারে রয়েছে রায়হান। তার আবেদনের প্রেক্ষিতে আদালতের আদেশের প্রেক্ষিতে তাকে বোর্ড কর্তৃপক্ষের নিয়ম ও নীতি মেনে কারাগারের একটি কক্ষে পরীক্ষা নেওয়া হচ্ছে। সে ফুলতলা উপজেলার শিক্ষার্থী। কারাগার থেকে পরীক্ষা কেন্দ্র দূরে হওয়ায় খুলনা জিলা স্কুল থেকে তার পরীক্ষার প্রশ্ন ও খাতার ব্যবস্থা করা হয়েছে। 
এ বছর খুলনা মহানগরী ও জেলার ৯০টি কেন্দ্রে এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষার্থী ২৯ হাজার ৬১৭ জন। 

্রিন্ট

আরও সংবদ