খুলনা | রবিবার | ০৮ সেপ্টেম্বর ২০২৪ | ২৩ ভাদ্র ১৪৩১

জাতীয় কবির কনিষ্ঠ পুত্রের স্ত্রী কল্যাণী কাজীর ইন্তেকাল

খবর প্রতিবেদন |
০২:১৯ এ.এম | ১৩ মে ২০২৩


জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কনিষ্ঠ পুত্র কাজী অনিরুদ্ধের স্ত্রী ও নজরুলগীতি শিল্পী কল্যাণী কাজী (৮৭) ইন্তেকাল করেছেন (ইন্নালিল­াহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন...আমরা তো আল­াহর এবং আমরা আল­াহর কাছেই ফিরে যাবো)।  শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।
ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন কল্যাণী কাজী। কয়েক দিন আগে তার শরীরে নিউমোনিয়া ধরা পড়েছিল। শুরুতে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে, পরে কলকাতার এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়। চিকিৎসাধীন অবস্থায় এ হাসপাতালে মারা যান তিনি। 
কল্যাণী কাজীকে ২০১৫ সালে ‘সংগীত মহাসম্মাননা’ প্রদান করে পশ্চিমবঙ্গ সরকার। তিনি পশ্চিমবঙ্গ কাজী নজরুল ইসলাম আকাদেমির উপদেষ্টা পরিষদের সদস্যা ছিলেন। কাজী নজরুল ইসলাম সম্পর্কে বহু অজানা তথ্য প্রকাশ্যে এনেছেন তিনি।

্রিন্ট

আরও সংবদ