খুলনা | রবিবার | ১১ মে ২০২৫ | ২৮ বৈশাখ ১৪৩২

খুলনা জেলা বয়স ভিত্তিক দল গঠনের লক্ষে অনূর্ধ্ব-১৩ এর মেডিকেল ১৫ ও ১৬ মে

ক্রীড়া প্রতিবেদক |
১২:৫৮ এ.এম | ১৪ মে ২০২৩


খুলনা জেলা বয়স ভিত্তিক দল গঠনের লক্ষে অনূর্ধ্ব- ১৩ এর মেডিকেল আগামী ১৫ ও ১৬ মে-২০২৩ সোম ও মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় খুলনা জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। মেডিকেল ক্যাম্পে অংশগ্রহণের জন্য প্রধান যোগ্যতা হিসেবে বয়সসীমা পহেলা সেপ্টেম্বর -২০১০ এর নীচে হতে হবে। মেডিকেলে অংশগ্রহণকারীদের অনলাইন জন্মনিবন্ধন এর মূলকপি ও ফটোকপি আনতে হবে। এছাড়া বাবা-মায়ের ভোটার আইডি কার্ড, সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি সাথে আনতে হবে এবং মেডিকেলের দিন প্রত্যেককে সাদা পোশাক পরে আসতে হবে। এই অনূর্ধ্ব -১৩ বাছাইটি সবার জন্য উন্মুক্ত থাকবে। মেডিকেলে অংশগ্রহণের জন্য খুলনা জেলা স্টেডিয়ামে সকাল সাড়ে ১০ টায় খুলনা বিভাগীয় কোচ এস এম মনোয়ার আলী মনুর সাথে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।
 

্রিন্ট

আরও সংবদ