খুলনা | রবিবার | ১১ মে ২০২৫ | ২৮ বৈশাখ ১৪৩২

সাতক্ষীরায় ৮ দলীয় নক আউট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
১২:৪৬ এ.এম | ১৫ মে ২০২৩


সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের আয়োজনে জেলা স্টেডিয়ামে জেলার ফুটবল রেফারিবৃন্দের অংশগ্রহণে গত শনিবার ৮ দলীয় নক আউট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
সাতক্ষীরা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা পুলিশিং কমিটির সভাপতি আবুল কালাম বাবলা, জেলা ফুটবল রেফারিজ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাবেক ফিফা রেফারি তৈয়ব হাসান শামসুজ্জামান বাবু প্রমুখ।
অনুষ্ঠানে এসময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্ মোঃ আমিনুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (কালিগঞ্জ সার্কেল) আমিনুর রহমান, সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ আবু জিহাদ ফখরুল আলম খান, কলারোয়া থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান, ডিআইও-১ ইয়াসিন আলম চৌধুরী, দেবহাটা থানার অফিসার ইনচার্জ বাবলু আক্তার, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মামুনুর রহমান, তালা থানার অফিসার ইনচার্জ রেজাউল ইসলাম রেজা প্রমুখ।
 

্রিন্ট

আরও সংবদ