খুলনা | শনিবার | ১০ জুন ২০২৩ | ২৭ জ্যৈষ্ঠ ১৪৩০

কান উৎসবে গিয়ে নিজেকে ট্রল করলেন সারা আলী

খবর বিনোদন |
০৪:৩৬ পি.এম | ১৮ মে ২০২৩


বেশ কিছুদিন ধরেই আলোচনায় রয়েছে কান চলচ্চিত্র উৎসব। অন্যতম মর্যাদাপূর্ণ এই আসরটির জন্য মুখিয়ে ছিলেন বিশ্বের সকল বিনোদনপ্রেমীরা। অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে পর্দা উঠেছে উৎসবের ৭৬ তম আসরের।

প্রতি বছরের মতো এবারও বলিউড সুন্দরীরা আলো ছড়াচ্ছেন কানে। নিয়মিত যারা যান তারা তো থাকছেনই সেইসঙ্গে নাম লিখিয়েছেন নতুনরা। এই তালিকায় রয়েছেন সাইফ আলী খানের কন্যা সারা আলী খান। তবে মর্যাদাপূর্ণ এই আসরে গিয়েই নেটিজেনদের কঠাক্ষের শিকার হতে হয়েছে তাকে।

দ্বিতীয় দিনে সইফ-কন্যা যেভাবে ধরা দিলেন, তা দেখেই থমকে গেল নেটপাড়া। পরনে সাদা-কালো হল্টার নেক ডিজাইনার ব্রালেট। কোমরে জড়ানো সাদা শাড়ি। উন্মুক্ত উর্ধ্বাংশ। মানানসই ডিজাইনার মনোক্রম মালার ভিতর থেকে উঁকি দিচ্ছে স্তন বিভাজিকা।

এদিনও তিনি বেছে নেন আবু জানি, সন্দীপ খোসলার ডিজাইন করা পোশাক। স্টাইলিং ডলি জৈনের। আলুথালু খোঁপা। বোল্ড আইলাইনার, মভ লিপস্টিকে কানের লাল গালিচায় কেতাদুরস্থ ফ্যাশনে রীতিমতো মুগ্ধ করলেন সারা আলি খান। আর সেই সঙ্গে ট্রলারদের উদ্দেশে সাহসী জবাব।

কান-এর দ্বিতীয় দিনের লুক শেয়ার করে সারা লিখেছেন, “জানি জেব্রার মতো লাগছে, তবে ভুলেও সীমা লঙ্ঘন করার চেষ্টা করবেন না..।” ট্রল আসলে নবাব-কন্যার প্রায় নিত্যদিনের সঙ্গী। কান রেড কার্পেটের মনোক্রম লুক প্রকাশ্যে আসার পরও তার অন্যথা হয়নি। ধেয়ে এসেছে কটাক্ষ। তবে নিন্দুকদের সপাট জবাব দিতে এবার নিজেই নিজেকে ট্রল করে বসলেন সারা আলি খান।

এবার সারা আলী ছাড়াও প্রথমঅবার কানে আলয় ছড়াচ্ছেন আনুশকা শর্মা। এক নামী ব্র্যান্ডের হয়ে প্রচারণায় কানে দেখা যাবে তাকে। তিনি ওই ব্র্যান্ডের অ্যাম্বাসেডর ও কোম্পানির প্রতিনিধিত্ব করছেন।

প্রিন্ট

আরও সংবাদ